‘বাগ’ খুঁজে দিয়ে ২২ লক্ষ টাকা পুরস্কার পেলেন ভারতীয় তরুণী

0
102

নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ

ভারতীয় তরুণী অদিতি সিং খুঁজে দিলেন মাইক্রোসফটের আজুর ক্লাউড সিস্টেমে রয়েছে একটি ‘বাগ’। এই কারণে মাইক্রোসফট কর্তৃপক্ষ পুরস্কৃতও করেছে তাঁকে, পুরস্কারের অর্থমূল্য ৩০হাজার মার্কিন ডলার, ভারতীয় টাকায় যা প্রায় ২২ লক্ষ টাকা। মাস দুয়েক আগে ফেসবুকেও একই রকমের ‘বাগ’ নজরে আসে তাঁর, এবং তা ঠিক ও করে দেন তিনি। এগুলি এক ধরণের রিমোট কোড এক্সিকিউশন বাগ বা RCE বাগ।

RCE bug in Microsoft | newsfront.co
সৌজন্যেঃ ইন্ডিয়া টুডে

মাইক্রোসফটের আজুর ক্লাউড সিস্টেমে যে এই বাগ রয়েছে তা দু’মাস আগেই জানতে পারেন অদিতি এবং সংস্থাকে তা জানিয়েও দেন। কিন্তু তখনই এবিষয়ে খুব কিছু করেনি মাইক্রোসফট, তারা জানার অপেক্ষায় ছিল যে আজুর ক্লাউডের অসুরক্ষিত ভার্সান কেউ ডাউনলোড করছে কিনা বা করলেও তাদের ক্ষেত্রে কোনো সমস্যা হচ্ছে কিনা। RCE বাগ এর উপস্থিতির কারণও পরে ব্যাখ্যা করেছেন অদিতি।

আরও পড়ুনঃ ‘মহিলাদের একাধিক বিবাহের অনুমতি’ প্রস্তাব দক্ষিণ আফ্রিকায়

অদিতি জানান তাঁর এথিক্যাল হ্যাকিংয়ে হাতেখড়ি প্রতিবেশীর ওয়াই-ফাই পাসওয়ার্ড হ্যাক করে। তখন তিনি মেডিক্যাল এন্ট্রান্স পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিলেন। পরবর্তী কালে ডাক্তারি পড়ার সুযোগ না হলেও এথিক্যাল হ্যাকিংয়ে তাঁর আগ্রহ তৈরি হয় তখন থেকেই। ইতিমধ্যে অদিতি ফেসবুক, টিকটক, পেটিএম, মজিলা , এইচপি সহ প্রায় ৪০ টি সংস্থার সিস্টেমে বাগ ফিক্স করেছেন।

আরও পড়ুনঃ পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধি থেকে বাঁচতে সাইকেলে চাপুন: মধ্যপ্রদেশের মন্ত্রী

অদিতি জানিয়েছেন ভালোভাবে এথিক্যাল হ্যাকিং শিখতে হলে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে দক্ষতা প্রয়োজন, বলাই বাহুল্য যা তাঁর নিজের রয়েছে। ইন্টারনেট ঘেঁটেই সমস্তটা শিখেছেন তিনি। অদিতির আগে ময়ূর ফার্তারদে ইনস্টাগ্রামে একই ধরণের বাগ ফিক্স করে ৩০হাজার মার্কিন ডলার পুরস্কার পেয়েছিলেন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here