শিবশংকর চ্যাটার্জ্জী, দক্ষিণ দিনাজপুরঃ
বৃহস্পতিবার সকালে হিলির ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে বাংলাদেশের আধিকারিকদের হাতে চারজন বাংলাদেশি কিশোরকে তুলে দেয় ভারতীয় আধিকারিকরা। এ দিন জিরো পয়েন্টে উপস্থিত ছিলেন ভারতীয় ইমিগ্রেশন চেকপোস্টের ওসি, হোম কর্তৃপক্ষ এবং বাংলাদেশের ওসি আলতাব হোসেন-সহ কিশোরগুলির পরিবার।
জানা গিয়েছে, চারজন কিশোর বিভিন্ন সময়ে হিলি সীমান্ত দিয়ে প্রবেশ করে। একজনকে রায়গঞ্জ এবং বাকি তিনজনকে দক্ষিণ দিনাজপুর জেলার বিভিন্ন এলাকা থেকে গ্রেফতার করে দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশ।
মহম্মদ নুর(১৩), জাহিরুল ইসলাম(১৩), আলমিস ইসলাম(১০) এদের একজন এক বছর তিন মাস এবং বাকি তিনজন এক বছর চার মাস করে শুভায়ন হোমে থাকার পর দুই দেশের মধ্যে সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করে বৃহস্পতিবার প্রত্যার্পণ করা হল ভারত সরকার তরফে।
আরও পড়ুনঃ রাতের অন্ধকারে তালা ভেঙে কুড়ি হাজার টাকার জিনিস চুরি বালুরঘাটে
এখনও বালুরঘাট শুভায়ন হোমে ১৬ জন বাংলাদেশি কিশোর রয়েছে। তাদের নিজেদের দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে বলে হোম কর্তৃপক্ষ জানিয়েছে।
এ দিকে রায়গঞ্জে আটক করা কিশোর আরিফ হোসেন(১২) ভারতসেবা আশ্রমে এক বছর ১৪ দিন থাকার পরে বাংলাদেশে প্রত্যর্পণ করে। এরা কেউ কাশ্মীরে বাবার কাছে যাবার জন্য, কেউ আত্মীয় বাড়িতে আবার কেউ কাজের সন্ধানে হিলি সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশ করে।
আটক হওয়ার পর দুই দেশের মধ্যে সমস্ত জটিল প্রক্রিয়া সম্পন্ন করে নির্দিষ্ট নথিপত্র তৈরি করে বৃহস্পতিবার প্রত্যার্পণ করা হয় দুই দেশের ভারপ্রাপ্ত আধিকারিকদের উপস্থিতিতে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584