বাংলাদেশের মুক্তিযোদ্ধা পরিবারের সন্তানদের শিক্ষাবৃত্তি প্রদান ভারত সরকারের

0
70

মুনিরুল তারেক, বাংলাদেশঃ

পাক হানাদার বাহিনীর হাত থেকে স্বাধীন হওয়ার পেছনে ভারতের অবদান প্রতিটি ক্ষেত্রেই স্মরণ করে বাংলাদেশ। ভারতও সেই কৃতজ্ঞতার যথাযথ মূল্যায়ন করে থাকে সব সময়। এবার বাংলাদেশের মুক্তিযোদ্ধা পরিবারের সন্তানদের শিক্ষাবৃত্তি দেওয়া হলো ভারত সরকারের পক্ষ থেকে। ২০১৯-২০২০ সালে দুই হাজার মুক্তিযোদ্ধা পরিবারের সন্তানকে বৃত্তি দিয়েছে ভারত।

virtual conversation | newsfront.co
ছবিঃ প্রতিবেদক

২০১৭-১৮ সাল থেকে এ কার্যক্রম শুরু হয়। পাঁচ বছরে মোট ১০ হাজার মুক্তিযোদ্ধা সন্তানকে বৃত্তি দেবে ভারত।২০ জুলাই ভারত-বাংলাদেশ মৈত্রী মুক্তিযোদ্ধা সন্তান বৃত্তি প্রকল্পের ২০১৯-২০২০ উদ্বোধন করেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার রীভা গাঙ্গুলী দাশ।

আরও পড়ুনঃ ডোনাল্ড ট্রাম্প বিক্রি হলো ১ লাখ ৬৯ হাজার টাকায়!

বৃত্তি পেয়েছে উচ্চ মাধ্যমিক এবং স্নাতকোত্তর পর্যায়ে পড়ালেখা করা দুই হাজার শিক্ষার্থী।জানা গেছে, উচ্চ মাধ্যমিক পর্যায়ের প্রত্যেক শিক্ষার্থীকে ২০ হাজার টাকা এবং স্নাতকোত্তর পর্যায়ের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে নগদ অর্থ দেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ ঢাকায় পশুর হাটে ৭০ লাখ জাল টাকা, টার্গেট ছিল আরও ১ কোটি ছড়ানোর

দুই বিভাগে এক হাজার করে শিক্ষার্থী এবার বৃত্তি পেয়েছে। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অনলাইনের মাধ্যমে স্ব-স্ব অ্যাকাউন্টে টাকা হস্তান্তর করা হয়েছে। বাংলাদেশের সব জেলা থেকে যোগ্য প্রার্থীদের বাছাই করেছে ঢাকায় অবস্থিত ভারতীয় হাই কমিশন ও বাংলাদেশ সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের যৌথভাবে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here