যোগ প্রতিযোগীতায় বাংলাদেশের ১৮ বিজয়ীকে ভারত হাই কমিশনারের পুরস্কার

0
38

মুনিরুল তারেক, বাংলাদেশঃ

গত ২১ জুন উদযাপিত হয় আন্তর্জাতিক যোগ দিবস (আইডিওয়াই)। এ উপলক্ষে ভারত সরকারের আয়ুস মন্ত্রণালয়ের সংস্কৃতি সম্পর্ক বিষয়ক ভারতীয় কেন্দ্র (আইসিসিআর) এবং ঢাকাস্থ ভারতীয় দূতাবাস যৌথভাবে ‘আমার জীবন, আমার যোগ’ শীর্ষক ব্লগিং প্রতিযোগিতা আয়োজন করে।

Virtual meeting | newsfront.co
ছবিঃ প্রতিবেদক

প্রতিযোগিতায় অংশগ্রহণ ও পরিচালনা করা হয় ফেসবুক, টুইটার এবং ইনস্টাগ্রামের মতো সামাজিক যোগাযোগ মাধ্যমে। এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানও সম্পন্ন হয়েছে অনলাইনে। গতকাল ২৪ জুলাই ভারতীয় হাইকমিশনার রীভা গাঙ্গুলী দাশ উপস্থিতিতে ভিডিও কনফারেন্সে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে ১৮ জন বিজয়ীকে প্রশংসাপত্র প্রদর্শন করা হয়। পরবর্তীতে বিজয়ীদের হাতে প্রশংসাপত্রগুলো পৌঁছে দেয়া হবে।

আরও পড়ুনঃ করোনার জেরে এবার বাতিল নোবেল পুরস্কার বিতরণীর অনুষ্ঠান

ওই ভার্চুয়াল অনুষ্ঠানে ভারতের হাই কমিশনার রীভা গাঙ্গুলী দাশ বলেন, ‘কোভিড-১৯ এর এই মহামারিকালীন সময়ে আয়ুর্বেদ এবং যোগ মনকে শিথিল করতে, আমাদের দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তুলতে ব্যাপক সহায়তা করে। যোগ ব্যয়াম-আয়ুর্বেদ চাপ ও উদ্বেগ হ্রাস করতেও সহায়তা করে। নিয়মিত যোগব্যায়াম অনুশীলনে ধ্যান শ্বাস-প্রশ্বাসের ব্যায়াম এবং আয়ুর্বেদের ভেষজ চিকিৎসা মনকে শান্ত করে এবং দেহকে বিষমুক্ত করতে ও পুনর্জীবিত করতে সহায়তা করে’।

আরও পড়ুনঃ বাংলাদেশের মুক্তিযোদ্ধা পরিবারের সন্তানদের শিক্ষাবৃত্তি প্রদান ভারত সরকারের

জানা গেছে, প্রতিযোগিতায় ৬টি বিভাগ থেকে মোট ১৮ জন পুরস্কৃত হয়েছেন। তাদের নগদ অর্থ পুরস্কার ও সনদ দেওয়া হয়। ছয় বিভাগের মধ্যে পেশাদার বিভাগ (মহিলা এবং পুরুষ) প্রথম পুরস্কার ২৫ হাজার টাকা, দ্বিতীয় পুরস্কার ২০ হাজার টাকা এবং তৃতীয় পুরস্কার ১৫ হাজার টাকা।

প্রাপ্ত বয়স্কদের (১৮ বছরের বেশি) ক্ষেত্রে প্রথম পুরস্কার ২০ হাজার টাকা, দ্বিতীয় ১০ হাজার টাকা, তৃতীয় পুরস্কার ৫ হাজার এবং যুব বিভাগে অর্থাৎ ১৮ বছরের কম বয়সীদের ক্ষেত্রে প্রথম পুরস্কার ১০ হাজার, দ্বিতীয় পুরস্কার ৮ হাজার এবং তৃতীয় পুরস্কার ৪ হাজার টাকা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here