ঢাকাস্থ বিদায়ী ভারতীয় হাই কমিশনার রিভা গাঙ্গুলীর দেশে প্রত্যাবর্তন

0
103

মুনিরুল তারেক, বাংলাদেশঃ

মেয়াদ শেষে নিজ দেশে ফিরে গেছেন ঢাকাস্থ বিদায়ী ভারতীয় হাই কমিশনার রিভা গাঙ্গুলী দাস। আজ ২ অক্টোবর বিকেলে যশোরের বেনাপোল চেকপোস্ট দিয়ে তিনি নিজ দেশে প্রবেশ করেন। এর আগে তিনি ঢাকা থেকে বিমানযোগে যশোর পৌঁছন। এরপর সড়ক পথে বেনাপোল হয়ে ভারতে প্রবেশ করেন।

Riva Ganguly Das | newsfront.co
প্রত্যাবর্তন। নিজস্ব চিত্র

বেনাপোল ইমিগ্রেশন পুলিশের অফিসার ইনচার্জ আহসান হাবিব সাংবাদিকদের বলেছেন, বিকেল ৪টার দিকে তিনি সীমান্ত পার হয়ে গেছেন।

প্রসঙ্গত, ২০১৯ সালের ১ মার্চ রিভা গাঙ্গুলী দাস বাংলাদেশে ভারতের হাই কমিশনার হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন। তার আগের হাই কমিশনার হর্ষবর্ধন শ্রিংলার পর তিনি এ দায়িত্ব গ্রহণ করেন এবং তার এই স্বল্পকালীন দায়িত্বের মধ্যেই বাংলাদেশ-ভারতসহ সারা বিশ্ব করোনা মহামারির কবলে পতিত হয়। এই সংকটকালে তিনি দক্ষতার সঙ্গে বাংলাদেশ-ভারতের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সু-উচ্চ পর্যায়ে নিতে সক্ষম হন।

আরও পড়ুনঃ সস্ত্রীক করোনা আক্রান্ত ট্রাম্প

গত বুধবার তিনি বাংলাদেশের সংশ্লিষ্ট দফতরের কর্মকর্তাদের সঙ্গে বিদায়ী আলোচনা শেষ করেন। জানা গেছে, তার স্থলে নতুন হাই কমিশনার আসছেন বিক্রম দোরাই স্বামী।

আরও পড়ুনঃ গান্ধীজির জন্মদিনে টুইটারে টপ ট্রেন্ডে নাথুরাম

এদিকে, রিভা গাঙ্গুলী দাস ফিরে যাওয়ার সময় চেকপোস্ট ইমিগ্রেশনে তাকে ফুলেল শুভেচ্ছা জানান বেনাপোল কাস্টমস হাউজের উপ-কমিশনার শামিমুর রহমানসহ আরও অনেকেই। বেনাপোলের ওপারে পেট্রাপোলেও তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয় বলে জানা গেছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here