কবির হোসেন, নিউজ ফ্রন্টঃ
আর্জেন্টিনার কাছে ২-১ গোলে হেরে থেমে গেল ভারতের মহিলা হকি দলের স্বর্ণের দৌড়। বুধবার মহিলা হকি সেমিফাইনালে ভারত শুরুটা দারুন করেছিল। প্রথম কোয়ার্টারের ১.৫ মিনিটে পেনাল্টি কর্নার থেকে এগিয়ে দেন গুরজিত কৌর।

গুরজিতের একমাত্র গোলে ভারত হারিয়ে দেয় অস্ট্রেলিয়াকে। কিন্তু আর্জেন্টিনা লড়াইয়ে ফিরে দ্বিতীয় ও তৃতীয় কোয়ার্টারে। আর্জেন্টিনার দলনেত্রী নয়েল বারীয়নুয়েভো প্লেনাল্টি থেকে গোল করে আর্জেন্টিনা এগিয়ে দেন।

ভারতের মহিলা দল গ্রাউন্ড প্লের উপর নির্ভর করে রানী রামপালের নেতৃত্বে। বাঁদিক থেকে সেলিমা, নেহা ও শর্মিলা দেবীর আক্রমন আর্জেন্টিনার রক্ষণ ডি আগে আটকে দিচ্ছিল। সমানে সমানে লড়াই চলেও বল পজিশন কিছুটা এগিয়ে ছিল আজেন্টিনা ক্রমশ ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়ে নেয়। সেমিফাইনালে পরাজয়ের পরও ব্রোঞ্জ জেতার সুযোগ রয়েছে ভারতের কাছে।
আরও পড়ুনঃ রিখটার স্কেলে ৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল গেমস ভিলেজ

১৯৮০ মস্কো, ২০১৬ রিও ও ২০২০ টোকিও মাত্র তিনটি অলিম্পিক্স- এ অংশ গ্রহন করলেও এবার ভারতের মহিলা দলের স্বপ্নের উত্থান ‘চাক দে ইন্ডিয়া’ সিনেমাকেও হার মানাবে। রানী রামপাল, গুরজিত, সবিতা কৌর, সেলিমা বা নেহাদের দুর্দান্ত পারফরম্যান্স রাতারাতি ভারতীয়দের কাছে আজ অতি পরিচিত মুখ হয়ে দাঁড়িয়েছে।কয়েকদিন আগে মাত্র কয়েক দুই নামও কেও জানত না। ‘চাক দে ইন্ডিয়া’ পার্ট-২ হয়ত রিল লাইফের মতো না হলেও ভারতীয় মহিলাদের এই সাফল্যকে কোন অংশ কম করে দেখা যাবে না।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584