২৫টি বাচ্চা-সহ দুটি পূর্ণবয়স্ক কেউটে উদ্ধার পাথরপ্রতিমায়

0
234

সিমা পুরকাইত, দক্ষিণ ২৪ পরগণাঃ

দক্ষিণ ২৪ পরগণা জেলার পাথরপ্রতিমা ব্লকের ঢোলাহাট থানার রথ তলা এলাকায় প্রভাকর মন্ডলের বাড়ির পরিত্যক্ত ড্রাম থেকে প্রচুর পরিমাণে কেউটে সাপের বাচ্চা এবং দুটি বড় কেউটে সাপ উদ্ধার হয়।

snake | newsfront.co
উদ্ধার হওয়া সাপ ৷ নিজস্ব চিত্র

প্রভাকর মন্ডলের ছেলে দীপঙ্কর মন্ডল যখন উঠানে ঘাস পরিষ্কার করছিল, হঠাৎ সাপের ফোঁসফোঁসানি শব্দ শুনতে পায় ৷ হঠাৎই দুটি কেউটে সাপ নজরে আসে ।

police | newsfront.co
নিজস্ব চিত্র

বুদ্ধি করে সাপ দুটোকে কলসির মধ্যে ঢুকিয়ে মুখে জাল বেঁধে দেয় যাতে সাপ দুটি পালাতে না পারে । কিছুক্ষণ পর আবার সাপের শব্দ শুনতে পাওয়ায় বাগানে পড়ে থাকার ড্রামের কাছে গিয়ে দেখে তার মধ্যে ২৫ টি সাপের বাচ্চা রয়েছে ।

আরও পড়ুনঃ গড়বেতায় সাঁকো থেকে জলে পড়ে মৃত্যু

খবর ছড়িয়ে পড়তেই এলাকার লোকজন লাঠি সোটা নিয়ে হাজির হয়ে যায় সাপগুলিকে মারার উদ্দেশ্যে। কিন্তু কারোর কথা না শুনে প্রভাকর মন্ডল সহ তার ছেলেরা সেই সাপগুলোকে না মেরে বন দফতরের হাতে তুলে দেয়।

বন দফতর দুটি সাপ সহ তাদের বাচ্চাগুলি নিয়ে যায়। বন দফতর থেকে জানা গিয়েছে লোকালয়ের বাইরে কোন জঙ্গলে ছেড়ে দেওয়া হবে সাপ গুলোকে ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here