মোহনা বিশ্বাস, ওয়েব ডেস্কঃ
৭৫ বছরের ইতিহাসে এই প্রথম, স্বাধীনতা দিবসে আলিমুদ্দিন স্ট্রিটে উড়ল জাতীয় পতাকা। সিপিএমের রাজ্য সদর দফতরে এদিন জাতীয় পতাকা উত্তোলন করলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুজন চক্রবর্তী, মহম্মদ সেলিম সহ অন্যান্য বামনেতারা। স্বাধীনতার ৭৫তম বর্ষে এই প্রথম জাতীয় পতাকা উত্তোলনের উদ্যোগ নিল সিপিএম। স্বাধীনতার ৭৫ বছর উপলক্ষ্যে প্রথা ভাঙল সিপিএম কেন্দ্রীয় কমিটি।
প্রসঙ্গত, সদ্য সমাপ্ত কেন্দ্রীয় কমিটির বৈঠকে প্রাক্তন সাংসদ সুজন চক্রবর্তী কেন্দ্রীয় কমিটির কাছে স্বাধীনতার ৭৫তম বর্ষপূর্তি উদযাপনের প্রস্তাব দেন। সেই প্রস্তাব কেন্দ্রীয় কমিটি গ্রহণ করলে, দেশ জুড়ে এই প্রথম স্বাধীনতা দিবস পালনের সিদ্ধান্ত নেয় সিপিএম। সেই নির্দেশ মেনেই স্বাধীনতা দিবসে দলের সদর কার্যালয়ে ভারতের জাতীয় পতাকা উঠল।
আরও পড়ুনঃ স্বাধীনতা দিবসেও ত্রিপুরায় ফের আক্রান্ত তৃনমূল, এবার শিকার দলের দুই মহিলা সাংসদ
এদিন আলিমুদ্দিন স্ট্রিটে জাতীয় পতাকা উত্তোলন করে বিজেপির দেশাত্মবোধকেই কার্যত চ্যালেঞ্জ ছুঁড়ে দেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। সেখানে উপস্থিত দলীয় সতীর্থদের শপথবাক্য পাঠ করিয়ে তিনি বলেন, ‘‘আজ ১৫ অগাস্ট ২০২১, আমাদের দেশের ৭৫তম স্বাধীনতা দিবসে আমি ভারতবাসী হিসাবে শপথগ্রহণ করছি যে, মার্কিন সাম্রাজ্যবাদের আধিপত্য থেকে মুক্ত হয়ে দেশের সার্ব্বভৌমত্ব, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, জাতীয় সংহতি, সাম্প্রদায়িক সম্প্রীতি ও ভারতের সংবিধানের মর্মবস্তুকে সুরক্ষিত করতে এবং বিভিন্ন জাতি, ভাষা, সম্প্রদায়ের ঐক্য-সংহতি প্রতিষ্ঠা করে জনগণের অর্জিত অধিকার রক্ষার লড়াই সংগ্রামে যে কোনও ধরনের আত্মত্যাগ করতে প্রস্তুত থাকব। একটি বহু ভাষা, বহু জাতি, বিভিন্ন বর্ণ ও ধর্মের মিলনভূমি আমাদের দেশ, ভারতবর্ষ।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584