স্মার্টফোন ব্যবহারে কড়া নিষেধাজ্ঞা জারি ভারতীয় নৌসেনার

0
55

নিউজফ্রন্ট, ওয়েবডেস্কঃ

স্মার্টফোন ব্যবহারে কড়া নিষেধাজ্ঞা জারি করল ভারতীয় নৌসেনা। নৌসেনা সূত্রে জানা গেছে, নৌঘাঁটি হোক বা নৌবহর কোনও জায়গাতেই আর স্মার্টফোন ব্যবহার করতে পারবেন না নৌসেনারা।

indian navy | newsfront.co
চিত্র সৌজন্যঃ ডেকান হেরল্ড

পাশাপাশি ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপের মতো সোশ্যাল মিডিয়া অ্যাপগুলিও আর ব্যবহার করা যাবে না। নিরাপত্তার কারণে ও ‘হানি-ট্রাপ’ এর মতো ঘটনা রুখতে এমন পদক্ষেপ নৌসেনার।

গত ২০ ডিসেম্বর অন্ধ্রপ্রদেশ পুলিশ সাত ভারতীয় নৌসেনাকে গ্রেফতার করেছিল হানি ট্র্যাপের অভিযোগে। বিশাখাপত্তনম, মুম্বই এবং কর্নাটকের কারওয়ার থেকে তাদের গ্রেফতার করা হয়েছিল। তাঁদের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল ‘হানি ট্র্যাপ’-এর শিকার হয়ে পাকিস্তানে তথ্য পাচারের।

আরও পড়ুনঃ টেক্সাসের গির্জায় দুষ্কৃতীর গুলিতে নিহত দুই

হানি ট্র্যাপ এক ধরনের গোপন অনুসন্ধান প্রক্রিয়া, যাতে কোনও ব্যক্তি অবৈধ ভাবে অন্যের থেকে গোপন তথ্য(ব্যক্তিগত, রাজনৈতিক) সংগ্রহে সিদ্ধহস্ত হয় যৌন বা রোম্যান্টিক সম্পর্ক স্থাপনের ভিত্তিতে। এই পুরো ব্যাপারটি অর্থের ভিত্তিতে হতেও পারে আবার নাও পারে।

একটি জাতীয় গণমাধ্যম থেকে জানা যায়, অপারেশন ‘ডলফিন নোজ’ নামে তদন্তের সঙ্গে যুক্ত কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার এক কর্তা জানান, ধৃত ওই সাত নৌসেনা ২০১৭ সালে নৌবাহিনীতে যোগ দেন। অভিযোগ, নিয়মের বাইরে গিয়ে ফেসবুকে অন্য নামে অ্যাকাউন্ট খোলেন তাঁরা।

আরও পড়ুনঃ বছরের শেষে গ্রেটার পাঁচ শব্দের টুইট সাড়া ফেলল নেটিজেনদের মধ্যে

এরপর ২০১৮ সালে ফেসবুকে এক মহিলার সাথে তাদের পরিচয় হয়। কালক্রমে জানা যায়, একজন না, তিনজন মহিলা এই ঘটনায় যুক্ত আছেন, যাঁরা ওই নৌসেনাদের থেকে অনেক গোপন তথ্য সংগ্রহ করছিলেন।

এর আগেও নৌবাহিনীতে হানি-ট্রাপের ঘটনা ঘটেছে। তাই রাতারাতি নিরাপত্তা বাড়াতে ভারতীয় নৌসেনার এমন সিদ্ধান্ত।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here