মোহনা বিশ্বাস, ওয়েব ডেস্কঃ
দক্ষিণ চিন সাগরে শুরু হল ভারতীয় নৌসেনার মহড়া। প্রথম দিন চিনের শত্রু ফিলিপিন্স ও ভারতের নৌসেনার মহড়া চলল পশ্চিম প্রশান্ত মহাসাগরে। সংবাদ সংস্থা এনআই সূত্রে খবর, চিনা আগ্রাসনের বিরুদ্ধে কড়া বার্তা দিতে এবং বন্ধুদেশগুলির সঙ্গে সম্পর্ক আরও মজবুত করতে দক্ষিণ চিন সাগরে রণতরী পাঠিয়েছে ভারত।
২৩ অগাস্ট, সোমবার, একেবারে চিনের নাকের ডগায় ফিলিপাইন সাগরে মহড়া দিল ভারতের মিসাইল ধ্বংসকারী রণতরী আইএনএস রণবিজয়, মিসাইল করভেট আইএনএস কোরা এবং ফিলিপিন্সের ফ্রিগেট বিআরপি অ্যান্টনিও লুনা।
Two ships of Indian Navy, INS Ranvijay (Guided Missile Destroyer, D55)&INS Kora (Guided Missile Corvette, P61), on deployment to Western Pacific, carried out a Maritime Partnership Exercise with BRP Antonio Luna (Frigate, FF 151) of Philippine Navy on today in West Philippine Sea pic.twitter.com/vPQ4pluHZh
— ANI (@ANI) August 23, 2021
উল্লেখ্য, দীর্ঘ বছর ধরেই ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে আধিপত্য বিস্তারের স্বপ্ন দেখছে চিন। বিশেষ করে দক্ষিণ চিন সাগরে বরাবরই নিজেদের কর্তৃত্ব স্থাপন করতে চেয়েছে বেজিং। তাই বিগত কয়েক বছর ধরেই দক্ষিণ চিন সাগরে সামরিক পরিকাঠামো গড়ে তুলছে বেজিং। এতদিন ধরে অন্য দেশগুলিকে চাপে রেখে দক্ষিণ চিন সাগর দখল করার চেষ্টা করে চলেছে চিন। এবার চিনকে পাল্টা চাপে রাখতে পদক্ষেপ গ্রহণ ভারতের।
আরও পড়ুনঃ আফগানিস্তান ইস্যুতে সর্বদলীয় বৈঠক ডাকলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
চিনের একেবারে সামনে গিয়ে এবার অন্য দেশের সঙ্গে মহড়াতে অংশ নিল ভারতীয় নৌবাহিনী। দক্ষিণ পশ্চিম প্রশান্ত মহাসাগরে ফিলিপিন্স, ভিয়েতনাম, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, অস্ট্রেলিয়ার নৌসেনার সঙ্গে যৌথ মহড়ায় অংশ নেবে ভারতীয় নৌবাহিনী। পরবর্তীতে জাপান, অস্ট্রেলিয়া, আমেরিকার সঙ্গেও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে যৌথ মহড়াতেও অংশ নেওয়ার কথা রয়েছে ভারতের। এরই মধ্যে গতকাল সোমবার ফিলিপাইন সাগরে ফিলিপিন্সের নৌসেনার সঙ্গে যৌথ মহড়ায় সামিল হয়েছে ভারতীয় নৌবাহিনী।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584