কবির হোসেন, নিউজ ফ্রন্টঃ
টোকিও অলিম্পিক্সে পদক জয়ীদের বর্ণাঢ্য অনুষ্ঠানে মধ্য দিয়ে বিশেষ সম্মান জানানো হয় দিল্লির এক পাঁচতারা হোটেলে। সোমবার বিকালে এক বিশেষ বিমানে টোকিও থেকে দিল্লি পৌঁছায় অলিম্পিক্স পদক জয়ী খেলোয়াড়রা।
বিমানবন্দরে ক্রীড়া প্রেমিদের উৎসাহ ছিল দেখার মতো। বজরাং থেকে রবি দাহিয়া, মনপ্রীত কার্যত দর্শকের ঘাড়ে চেপে বিমানবন্দর থেকে বেরিয়ে আসে। ঢল বাজনা ব্যান্ড পার্টি নিয়ে উৎসাহীরা বিমানবন্দরের বাহিরে অপেক্ষা করছিল ।
🇮🇳 Athletics team is back from #Tokyo2020
Let's welcome them by sharing our #Cheer4India messages and encourage them for their future competitions. #Olympics #TeamIndia pic.twitter.com/UOubtFBas2
— SAIMedia (@Media_SAI) August 9, 2021
দিল্লি পাঁচতারা হোটেলে বিশেষ সম্মান অনুষ্ঠানের আয়োজনে করা হয়। খেলোয়াড়দের বিমানবন্দর থেকে পাঁচ তারা হোটেল পর্যন্ত শোভা যাত্রা করে নিয়ে যায়। রাস্তার দুই ধারে সাধারণ মানুষের ভিড়। ট্রাফিক নিয়ন্ত্রণের জন্য দিল্লি পুলিশের সাথে সাথে সিআরপিএফ মোতায়েন করা হয়। কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর ও তার দপ্তর এই অনুষ্ঠানের আয়োজন করে। কিরন রিজুজু ও নিশীথ প্রামানিক উপস্থিত ছিলেন। নীরজ চোপড়া থেকে বজরং পুনিয়া, লাভলিনা, রবি দাহিয়া, মনপ্রিত সহ পদক জয়ী সকলকেই সরকারের পক্ষ থেকে এই বিশেষ সংবর্ধনা দেওয়া হয়।
আরও পড়ুনঃ টোকিও অলিম্পিক্সে দেশের প্রথম সোনা, জ্যাভলিন থ্রোয়ে সোনা জিতলেন নীরজ চোপড়া
খেলোয়াড়রা পদক জয়ের অভিজ্ঞতা জানান। কিরণ রিজুজু অনুরোধে নীরজ চোপড়া অনুষ্ঠানের মাঝে পকেট থেকে গোল্ড মেডেল বের করে সকলকে দেখান। নীরজ আরোও বলেন যে, পদক জয়ের পর থেকে পদকটি পকেটে নিয়ে ঘুরছেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584