বিজ্ঞানের অস্কার ‘ব্রেকথ্রু’ পুরষ্কারে ভূষিত ভারতীয় বংশোদ্ভূত রসায়নবিদ স্যার শঙ্কর বালাসুব্রমনিয়ম

0
58

ওয়েব ডেস্ক, নিউজ ফ্রন্টঃ

‘ব্রেকথ্রু’ পুরস্কারে ভূষিত ভারতীয় বংশোদ্ভূত রসায়নবিদ স্যার শঙ্কর বালাসুব্রমনিয়ম। আদতে চেন্নাইয়ের ভুমিপুত্র অধুনা ব্রিটিশ নাগরিক স্যার শঙ্কর বালাসুব্রমনিয়মের গবেষণা ছিল ডিএনএ নিয়ে। ডিএনএ-র জটিল রহস্য অত্যন্ত দ্রুত গতিতে ভেদ করার উপায় আবিষ্কার করে এই রসায়নবিদ বিজ্ঞান গবেষণার উচ্চস্তরের এই স্বীকৃতি লাভ করলেন। বৃহস্পতিবার এই পুরস্কার ঘোষণা করা হয়েছে। উল্লেখ্য, পদার্থবিজ্ঞানে অবদানের জন্য ২০১২-য় প্রথম ভারতীয় হিসাবে এই ব্রেকথ্রু পুরস্কার পেয়েছিলেন বাঙালি পদার্থবিজ্ঞানী অধ্যাপক অশোক সেন।

Shankar Balasubramanian
স্যর শঙ্কর বালসুব্রমনিয়ম।ছবি: সংগৃহীত

ব্রেকথ্রু পুরস্কারের আর্থিক মূল্য ৩০ লক্ষ মার্কিন ডলার, যা নোবেল পুরস্কারের চেয়েও দামি। এই পুরস্কারকে বিজ্ঞানের ‘অস্কার’ বলা হয়। শঙ্কর বালাসুব্রমনিয়ম সহ ৮ জনের হাতে উঠে এলো এ বার বিজ্ঞানের ‘অস্কার’। রুশ বিজ্ঞানী ও ধনকুবের ইউরি মিলনার, সের্গেই ব্রিন ও ফেসবুক প্রধান মার্ক জুকারবার্গের সংস্থার এই পুরস্কার দিয়ে থাকে।

আরও পড়ুনঃ দেশের সেরা শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকায় এগিয়ে গেল কলকাতা বিশ্ববিদ্যালয়, অষ্টম স্থানে যাদবপুর

আগামী প্রজন্মে মানুষের জিনোম সিকোয়েন্সিং-এর প্রধান প্রযুক্তি হয়ে উঠবে ভারতীয় বংশোদ্ভূত এই বিজ্ঞানীর আবিষ্কার। একই বিষয়ে গবেষণার জন্য শঙ্কর এই পুরষ্কার ভাগাভাগি করে নিয়েছেন আর এক ব্রিটিশ রসায়নবিদ স্যার ডেভিড ক্লেনারম্যানের সঙ্গে। দু’জনেই কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক।

আরও পড়ুনঃ স্বস্তিতে ফিউচার গ্রুপ, সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশে স্থগিতাদেশ শীর্ষ আদালতের

পুরস্কারের বাকি অংশ পেয়েছেন ফরাসি সংস্থা ‘আলফানোসোস’-এর কর্ণধার পাসকাল মায়ার। রয়্যাল সোসাইটির সদস্য শংকর ২০০৮ সালে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের মেডিসিনাল কেমিস্ট্রি বিভাগের অত্যন্ত সম্মাননীয় হার্শেল স্মিথ চেয়ার প্রফেসর হন। ২০১৭-য় পান ‘নাইটহুড’ খেতাবও। ২০১৮-য় পান রয়্যাল মেডেল।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here