ওয়েবডেস্কঃ
ভারতীয় বংশোদ্ভূত নোবেলজয়ী লেখক ভি এস নাইপল শনিবার লন্ডনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর স্ত্রী লেডি নাদিরা নাইপল তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
১৯৩২ সালের ১৭ আগস্ট ত্রিনিদাদে জন্মগ্রহণ করেন ইংরেজি সাহিত্যের এই বিশিষ্ট লেখক। তাঁর পিতামহ ভারত থেকে পাড়ি জমান ত্রিনিদাদে ।তাঁর বাবা ছিলেন লেখক-সাংবাদিক। পরে সেই পথে তিনিও হাঁটেন।
কেরিয়ারে শুরুর দিকে কমেডি দিয়ে শুরু করা বিদ্যাধর সুরজপ্রসাদ নাইপল উপন্যাস ও ট্রাভেলগেই বেশি খ্যাতি অর্জন করেন।
তিনি তাঁর লেখনীর মাধ্যমে ওয়েস্ট ইন্ডিজ, ভারত, আফ্রিকার মানুষের জীবন ও বিভিন্ন বিশ্বাসকে কোন তোষামোদ ছাড়াই বাস্তবসম্মত ভাবে তুলে ধরায় তাঁকে জীবনে প্রসংশা ও সমালোচনা দুইই শুনতে হয়েছে।’দ্য মিস্টিক ম্যাসার(The Mystic Masseur)’, ‘দ্য সাফারেজ অফ এলিভিরা(The Suffrage of Elvira)’, ‘মিগ্যূূল স্ট্রিট(Miguel Street)’, ‘এ হাউস ফর মিস্টার বিশ্বাস(A House for Mr Biswas)’ এবং ‘দি এনিগমা অফ অ্যারাইভাল(The Enigma of Arrival)’ -এর মতো জনপ্রিয় উপন্যাসসহ ৩০টিরও বেশি বই লিখেছেন নোবেলজয়ী এই লেখক।
ভারতীয় বংশোদ্ভূত এই ব্রিটিশ লেখক ১৯৭১ সালে বুকার, ১৯৮৯ সালে নাইটহুড ও ২০০১ সালে সাহিত্যে নোবেল পুরস্কার পান।
উল্লেখ্য, ত্রিনিদাদে জন্মগ্ৰহন করা একদা ভারতীয় সিভিল সার্ভেন্টের এই ছেলে একসময় মন্তব্য করেছিলেন,” জীবনটা ছোট, তাই তুচ্ছতার মধ্যে কাটিয়ে দিতে পারবোনা।” তাঁর এই ঠোঁটকাটা মনোভাব তাঁকে উপনিবেশবাদ, বিতাড়ন সম্পর্কিত বিংশ শতাব্দীর অন্যতম লেখক করে তুলেছিল।কখনো ভারতীয় সমাজকে ,’slave society’ তো আফ্রিকার কোনো ভবিষ্যৎ নেই বলেও মন্তব্য করতে তিনি পিছপা হননি।
(ফিচার ছবি-Fox News)
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584