শিবশঙ্কর চ্যাটার্জ্জী, দক্ষিণ দিনাজপুরঃ
মাস্ক না পড়ে রাস্তায় বেরোনো মানুষজনদের সচেতন করতে পথে নামল কুশমন্ডি থানার পুলিশ। জেলার কুশমন্ডি ব্লকে করোনা সংক্রমণ ধরা পড়ার পরেও গত কদিন ধরেই অনেক মানুষের মধ্যেই সচেতনতা লক্ষ্য করা যায়নি সেভাবে।
যদিও লকডাউনের চতুর্থ পর্বে প্রশাসনিক নির্দেশিকা অনুযায়ী বাড়ির বাইরে বের হলে প্রত্যেকের জন্যই মাস্ক বাধ্যতামূলক করা হয়েছে।
এবার সেইসব অসচেতন মানুষজনদের সচেতন করার উদ্যোগ নিল কুশমন্ডি থানার পুলিশ। মঙ্গলবার, কুশমন্ডি থেকে বুনিয়াদপুর রাজ্য সড়কে মাস্ক না পড়ে বাড়ির বাইরে বেরোনো যানবাহন চালক থেকে শুরু করে সাধারণ মানুষজনদের সচেতন করলেন কুশমন্ডি থানার পুলিশ প্রশাসন।
আরও পড়ুনঃ শিলিগুড়িতে করোনায় আক্রান্ত এক, এলাকায় ব্যারিকেড
অনেকে মাস্ক না পড়ে অকারণে ঘুরতে বের হওয়া মানুষজনদের এইদিন রাস্তা থেকেই পুনরায় বাড়িতে ফেরত পাঠায় কুশমন্ডি থানার পুলিশ।
করোনা সংক্রমণ রুখতে নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে কুশমন্ডি থানার পুলিশ প্রশাসনের, এই মহৎ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার সকল বাসিন্দারা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584