২০২৮ অলিম্পিকে ভারত প্রথম দশের মধ্যে থাকবে আশা রাষ্ট্রপতির

0
38

নিজস্ব সংবাদদাতা, স্পোর্টস ডেস্কঃ

করোনা সব কিছুকে পাল্টে দিল। প্রথমবার জাতীয় ক্রীড়াদিবসে ভার্চুয়ালভাবে পালন করা হল। তবে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ সবাইকে পুরস্কৃত করলেন অন লাইনেই। তিনি মনে করছেন ভারত পারবে এই লড়াই জিততে। তারপর সব কিছুই ছন্দে ফিরবে।

indian president | newsfront.co
সংবাদ চিত্র

এদিন রাজীব গান্ধী খেলরত্ন, অর্জুন, দ্রোণাচার্য সব কিছু ঘোষণা মতো পুরস্কৃত করে। কৃতিদের ভবিষ্যতের জন্য এগিয়ে সামনে এগিয়ে যাওয়ার লক্ষ স্থির করে দেন। তার আশা ভারতের অলিম্পিকের সোনালি দিন ফিরবে। ভারতের রাষ্ট্রপতি বলেন, “কোভিড-১৯ খেলার দুনিয়ায় বড় প্রভাব ফেলেছে। অলিম্পিকও পিছিয়ে গিয়েছে। তবে আমার বিশ্বাস এই মহামারী ক্রীড়াবিদ ছন্দ কেড়ে নিতে পারবে না।

আরও পড়ুনঃ মহামেডানের নতুন স্ট্রাইকার কলকাতাতে

খেলায় দেশের অগ্রগতি ঘটবে। ভারত ঠিক ঘুরে দাঁড়াবে। এটা ক্ষনিকের জন্য থেমে যাওয়া। ফিটনেস থেকে পারফরম্যান্স, সব দিকেই উন্নতি করেছি আমরা। সাইয়ের সাহায্যে আমরা আরও সামনের দিকে এগিয়ে যাবো। আমার আশা ২০২৮ অলিম্পিকে ভারত ভালো জায়গায় থাকবে, প্রথম দশের মধ্যে তো থাকতেই হবে। সেই দিশাতেই ভারতের খেলাধুলা এগিয়ে যাচ্ছে।’

আরও পড়ুনঃ বাবা হবেন তাই অস্ট্রেলিয়াতে অনুষ্কাকে নিয়ে যাবেন বিরাট

করোনা আক্রান্ত হওয়ার কারণে অনেক খেলোয়াড় এদিন অংশ নিতে পারেন নি, এই ভার্চুয়াল বৈঠকে। তবে আইপিএল খেলতে আমিরশাহীতে থাকলেও এই পুরস্কার পেয়ে উচ্ছসিত ভারতীয় ব্যাটিং লাইনের স্তম্ভ রোহিত শর্মা।

তিনি টুইট করে ক্রীড়া মন্ত্রককে ধন্যবাদ দিয়ে জানান এই সম্মান তাকে ভবিষ্যতে ভালো খেলতে অনুপ্রেরণা দেবে। এছাড়া পুরস্কার প্রাপকদের অভিনন্দন জানান সচিন তেন্ডুলকার ও ভারতের প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদী।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here