পরিযায়ী শ্রমিকদের জন্য ট্রেন চালানোয় রেলের ক্ষতি হয়েছে, দাবি রেলমন্ত্রীর

0
82

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

মার্চ মাসে লকডাউন ঘোষণার পর থেকেই বন্ধ হয়ে যায় গণপরিবহন পরিষেবা। একদিকে করোনা সংক্রমণ অন্যদিকে লকডাউন। এহেন পরিস্থিতিতে বিভিন্ন রাজ্যে আটক পড়েছিলেন পরিযায়ী শ্রমিকরা। সেই সময়ে ‘পরিযায়ী শ্রমিক’দের নিদারুণ জীবনই হয়ে উঠেছিল মূল আলোচনার বিষয়।

Piyush Goyal | newsfront.co
পীযুষ গোয়েল

লকডাউনের ফলে তাঁদের বাড়ি ফিরতে না পারা, খাদ্য সংকট, বাড়ি ফিরতে হাজার-হাজার কিলোমিটার হাঁটা, খিদের জ্বালায় মৃত্যু এই সবই যেন ইতিহাস হয়ে গিয়েছে।

এবার রেলমন্ত্রী পীযূষ গোয়েল লোকসভায় দাবি করলেন, দেশের বিভিন্ন রাজ্যে আটকে পড়া অগণিত পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরাতে গিয়ে শ্রমিক স্পেশাল ট্রেন চালাতে হয়েছিল রেলকে। যার জেরে ক্ষতির সম্মুখীন হয়েছে ভারতীয় রেল।

আরও পড়ুনঃ যাত্রী সুবিধার্থে আরও কুড়ি জোড়া ‘ক্লোন ট্রেন’ চালাবে রেলওয়ে

তাঁর দাবি, মে থেকে অগাস্ট মাস পর্যন্ত শ্রমিক স্পেশাল ট্রেনের যাত্রী ভাড়া বাবদ ভারতীয় রেলের আয় হয়েছে ৪৩৩ কোটি টাকা। তারপরেও ক্ষতির সম্মুখীন হয়েছে রেল মন্ত্রক।

তবে, পরিযায়ীদের জন্যে রেলের ক্ষতির পরিমাণ কত, তা তিনি জানাননি। তৃণমূল কংগ্রেসের দুই সাংসদ মালা রায় ও প্রসূন বন্দ্যেপাধ্যায় এ নিয়ে প্রশ্ন করেছিলেন সংসদে। সেই প্রশ্নের জবাবেই এই তথ্য দিয়েছেন রেলমন্ত্রী।

আরও পড়ুনঃ বাড়ি ফিরতে গিয়ে পরিযায়ী মৃত্যুর তথ্য নেই! সংসদে জানালো কেন্দ্র

যদিও রেল মন্ত্রীর এই দাবির পরেই প্রশ্ন উঠছে, গোটা দেশ যখন করোনার সঙ্গে লড়ছে, সেই সময়ে বিভিন্ন রাজ্যে আটকে থাকা অসহায় পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরাতে গিয়ে যে খরচ হয়েছে সরকারের, রেলমন্ত্রী তাকেও ‘ক্ষতি’ হিসেবে দেখছেন? এরপরই বিষয়টি নিয়ে সরব হয়েছেন বিরোধীরা। কেন্দ্রের সহমর্মিতার অভাব বলেও বিষয়টি নিয়ে কটাক্ষ করেছেন তাঁরা।

আরও পড়ুনঃ মাত্র চার ঘন্টার নোটিসে লকডাউন ঘোষণার কারণ জানালো কেন্দ্র

যদিও রেলমন্ত্রীই প্রথম নন, লকডাউনের সময় কতজন পরিযায়ী শ্রমিকের মৃত্যু হয়েছে, তা নিয়ে শ্রম মন্ত্রকের কাছে কোনও তথ্যই নেই বলে সোমবার সংসদে জানিয়েছিলেন কেন্দ্রীয় মন্ত্রী সন্তোষ কুমার গাঙ্গওয়াড়।

মঙ্গলবার আবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের রাজ্যমন্ত্রী জি কিষান রেড্ডি দাবি করেন, পরিযায়ী শ্রমিকদের এভাবে উদভ্রান্তের মতো বাড়ি ফিরতে চাওয়ার কারণ ফেক নিউজ! এদিন সেই তালিকায় যোগ দিয়ে রেলমন্ত্রী পীযূষ গোয়েল বললেন, পরিযায়ীদের জন্যে ট্রেন চালিয়ে ক্ষতি হয়েছে রেলের।

উল্লেখ্য, গত সোমবার থেকে ১৮ দিনের জন্য শুরু হয়েছে সংসদের বাদল অধিবেশন। করোনা মহামারীর মধ্যে করোনা সংক্রান্ত সমস্ত বিধিনিষেধ মেনেই প্রতিদিন সকাল ৯ টায় সংসদে অধিবেশন শুরু হচ্ছে। সোমবার দেশের করোনা পরিস্থিতি নিয়ে সংসদে ভাষণ দেন একাধিক কেন্দ্রীয় মন্ত্রী। মঙ্গলবার সেখানেই পরিযায়ীদের জন্যে ট্রেন চালিয়ে রেলের ‘ক্ষতি’ হয়েছে বলে দাবি করেন খোদ রেলমন্ত্রী।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here