নয়া বিজ্ঞপ্তি রেলের, ৩০জুন পর্যন্ত বুকিং টিকিট বাতিল

0
104

মোহনা বিশ্বাস, ওয়েবডেস্কঃ

৩০ জুন পর্যন্ত সমস্ত ট্রেনের টিকিট বাতিল। বৃহস্পতিবার বিজ্ঞপ্তি দিয়ে জানালেন রেলমন্ত্রক। তিনি আরও জানিয়েছেন, বাতিল হওয়া টিকিটের পুরো টাকা ফেরত দেওয়া হবে। মঙ্গলবার থেকে স্পেশাল ট্রেন চালানো শুরু করেছে ভারতীয় রেল।

Train | newsfront.co
প্রতীকী চিত্র

সেই ট্রেন চললেও সমস্ত সাধারণ ট্রেন বন্ধের ঘোষণা করল রেল। তবে শ্রমিক স্পেশাল এবং যে দেশের ১৫টি রুটে যে বিশেষ ট্রেনগুলি চালানো হচ্ছে, সেগুলি নির্ধারিত সূচি অনুযায়ীই চলবে বলে জানানো হয়েছে রেলের তরফে।

বেশ কিছু দিন আগে থেকেই শ্রমিক স্পেশাল ট্রেন চালু হয়েছিল। এই ট্রেনে করে ভিন রাজ্যে আটকে থাকা পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরানোর কাজ চলছিল। এর পর ১২ মে থেকে দেশের কয়েকটি নির্দিষ্ট রুটে শুরু হয়েছিল স্পেশাল ট্রেন। আর এতেই অনেকে ভেবেছিলেন হয়ত এবার ধীরে ধীরে সমস্ত সাধারণ ট্রেন চালু করবে রেল। কিন্তু সেগুড়ে বালি।

রেলের বিজ্ঞপ্তিতে জানানো হল, ৩০ জুন পর্যন্ত কেটে রাখা সমস্ত টিকিট বাতিল করা হয়েছে। মেল, এক্সপ্রেস, সাবার্বান-সহ সমস্ত ট্রেনের টিকিটই এর আওতায় পড়বে। তবে আগে থেকে কেটে রাখা টিকিটের পুরো টাকাই ফেরত দেওয়া হবে বলে জানান রেলমন্ত্রক। অর্থাৎ, শ্রমিক স্পেশাল ট্রেন চললেও বাকি সমস্ত ট্রেন ৩০জুন পর্যন্ত বন্ধ থাকবে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here