বন্ধ চলাচল, রেলে নিখুঁত যাত্রী পরিষেবার লক্ষ্যে চলছে মেরামতির কাজ

0
69

নিউজফ্রন্ট, ওয়েবডেস্কঃ

ধাপে ধাপে বেড়ে চলেছে লকডাউন সারা দেশজুড়ে বন্ধ স্থল, জল ও আকাশপথের যাত্রী পরিষেবা। করোনার জেরে লকডাউনে যে কবে লাগাম পড়বে তা বলা অনিশ্চিত। আর লকডাউনের এই বিশেষ সময়কে কাজে লাগিয়ে ভবিষ্যতে রেলওয়ে যাত্রী পরিষেবাকে আরও সুরক্ষিত করতে উদ্যোগ নিয়েছে ভারতীয় রেল।

Indian railway | newsfront.co
চিত্র সৌজন্যঃ ইকনমিক টাইমস

ব্যস্ত সময়ে যাত্রী পরিষেবা দিতে দিতে যন্ত্রাংশের ছোটখাটো ত্রুটি-বিচ্যুতি সেভাবে মেরামতি করার সময় হয়ে ওঠে না রেলের। এবার এই সময়ে রেল যন্ত্রাংশের সমস্ত খুঁটিনাটি বিষয়কে নজর দেবার ও মেরামতি করবার অবকাশকে হারাতে চায়না রেল কর্তৃপক্ষ। প্রতিদিন ভারতীয় রেলের উদ্যোগে ৫০০ টি আধুনিক ট্রাক মেরামতি মেশিনের সাথে রেলের আরো কিছু যন্ত্রাংশের মাধ্যমে নিখুঁতভাবে প্রতিদিন ১০৭৪৯ টি মেশিন মেরামতি করে চলেছে ।

আরও পড়ুনঃ কৃষি নিয়ে বৈঠকে মোদি

রেলের পক্ষ থেকে শনিবার এক বিবৃতিতে জানানো হয়েছে রেলওয়ে ট্রাক ও যাত্রীবাহী রেল গুলিকে নিখুঁত ভাবে পর্যবেক্ষণ করে মেরামতি করা হচ্ছে। সাথে সারা বছর জুড়ে ব্যস্ততার জেরে বিভিন্ন কাজ পড়ে থাকে। এই অবসর সময়ে সেই কাজ গুলোকে নিখুঁতভাবে সেরে ফেলে ব্যস্ত রেল রেল যাত্রার জীবনকালে একবারই এই বৃহৎ সুযোগকে হাতছাড়া করতে চায়না ভারতীয় রেল। তাই পুরোদমে সেখানে প্রতিদিন দূরপাল্লার রেল সহ রেলের বিভিন্ন যন্ত্রাংশ এবং রেলের গুরুত্বপূর্ণ পরিষেবার স্থান গুলিকে খতিয়ে দেখে মেরামতির কাজ চালাচ্ছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here