মোহনা বিশ্বাস,ওয়েব ডেস্কঃ

বেঙ্গালুরু স্টেশনে অভিনব টানেল অ্যাকোয়ারিয়াম তৈরি করেছে ইন্ডিয়ান রেলওয়ে স্টেশন ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড। ভারতীয় রেলের দফতরকে এই কাজে সাহায্য করেছে অ্যাকোয়ারিয়ামটি এইচএনআই অ্যাকোয়াটিক কিংডম।

স্বচ্ছ জলের এই অ্যাকোয়াটিক কিংডমটি ১২ ফিট লম্বা। ডলফিনও রয়েছে এই টানেল অ্যাকোয়ারিয়ামে। এই অ্যাকোয়াটিং কিংডমে একটি থ্রি ডি সেলফি এলাকা রয়েছে। ২০ ফিট গ্লাস পেরিফেরিও রয়েছে। হাঙ্গর, কুমির, লবস্টার, স্টিংরের মতো প্রাণী দেখতে পাওয়া যাবে এই অ্যাকোয়ারিয়ামে।


ট্রেনের জন্য অপেক্ষারত যাত্রীরা এখন থেকে ট্রেন না আসা পর্যন্ত এই অ্যাকোয়ারিয়াম দেখে সময় কাটাতে পারবেন। তবে বিনামূল্যে নয়। ২৫ টাকার টিকিট কাটার পরেই অপেক্ষারত যাত্রীরা প্রবেশ করতে পারবেন এই নয়নভিরাম অ্যাকোয়ারিয়ামে।
আরও পড়ুনঃ তাপপ্রবাহের জেরে দাবানল, কানাডায় সরানো হল শতাধিক বাসিন্দাকে
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584