এবার রেল ভাড়ার সাথে গুণতে হবে পরিষেবা মুল্যও

0
92

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

ভারতীয় রেলে চালু হতে চলেছে পরিষেবা মূল্য, বড় স্টেশন গুলির পরিষেবা মূল্য দাঁড়াবে ৭০০- ১০০০ টাকা।কিছু কিছু বড় রেল রেলস্টেশন, যেগুলিতে যত বেশি লোক সমাগম সেই অনুযায়ী ধার্য হতে চলেছে পরিষেবা মূল্য যার পরিমান ৭০০ – ১০০০ টাকার মধ্যে, জানালো রেলওয়ে বোর্ড।

Rail service | newsfront.co
ফাইল চিত্র

রেলওয়ে বোর্ডের চেয়ারম্যান ভি কে যাদব জানিয়েছেন, ট্রেন ভাড়ার সাথে যোগ হবে এই পরিষেবা মূল্য। এর থেকে রেলের যা আয় হবে তা খরচ করা হবে ওই স্টেশনগুলির পরিকাঠামোগত উন্নতিতে। বেসরকারি বিনিয়োগকর্তারা রেলে বিনিয়োগ করতে উৎসাহী হবেন এর ফলে। বিশ্বমানের পরিকাঠামো তৈরি করা সম্ভব হবে ভারতীয় রেলে।

আরও পড়ুনঃ মোদীর হাতে রাজনৈতিক মূলধন আছে আর মাত্র ছ’মাসেরঃ সুব্রমনিয়ম স্বামী

৭০০০ স্টেশনের ১০-১৫% স্টেশনের ক্ষেত্রে ধার্য হবে এই পরিষেবা মূল্য, অর্থাৎ ৭০০- ১০০০ স্টেশনের ক্ষেত্রে ট্রেনভাড়া কিছুটা বৃদ্ধি পাবে। বিমান ভাড়ার ক্ষেত্রে যেমন ইউসার ডেভেলপমেন্ট ফি নিয়ে থাকে বিমানবন্দরগুলি, সেই ভাবেই ট্রেনযাত্রার ক্ষেত্রে টিকিটের মূল্যের সাথে স্টেশনগুলির পরিষেবা মূল্য যোগ করা হবে।

আরও পড়ুনঃ পরিযায়ী শ্রমিকদের জন্য ট্রেন চালানোয় রেলের ক্ষতি হয়েছে, দাবি রেলমন্ত্রীর

স্টেশনে লোকসমাগম কত এবং সেই স্টেশনগুলির উন্নয়নের প্রয়োজন আছে কিনা মূলত এই বিষয়দুটির ওপর সমীক্ষায় ঠিক করা হবে স্টেশনগুলির পরিষেবা মূল্য কত হবে।

রেলওয়ে বোর্ডের চেয়ারম্যান শ্রী যাদবের বক্তব্য অনুযায়ী, এই অতিরিক্ত পরিষেবা করের মূল্য খুবই ‘সামান্য’ যার জন্য সাধারণ যাত্রীরা ‘অসুবিধায়’ পড়বেন না। বরং পরিষেবার মান উন্নত হবে, যার সুবিধা পাবেন যাত্রীরাই।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here