নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ
করোনাভাইরাসের সংক্রমণ রুখতে লকডাউনের জেরে গত ২২ মার্চ থেকে দেশজুড়ে বন্ধ ছিল যাত্রীবাহী ট্রেন পরিষেবা। পরে ১২ মে থেকে দেশের বিভিন্ন প্রান্তে ১৫ জোড়া বিশেষ ট্রেন (রাজধানী) চালু করা হয়। ১ জুন থেকে আরও ১০০ জোড়া দূরপাল্লার ট্রেন দৌড়াতে শুরু করে।
১২ সেপ্টেম্বর থেকে বাড়তি ৮০ টি ট্রেন চালু হয়। পরে ২১ সেপ্টেম্বর থেকে ৪০ টি ‘ক্লোন ট্রেন’ চালু করে রেল। সেইসঙ্গে উৎসবের মরশুমে অতিরিক্ত ২০০ টি বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে রেল। বাড়তি যাত্রীর চাপ সামাল দিতে ১৫ অক্টোবর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত সেই পরিষেবা মিলবে বলেও জানানো হয়েছে রেলের তরফে।
আরও পড়ুনঃ মোদী-যোগীর কুশপুতুল পুড়িয়ে হাথরাস হত্যাকান্ডের প্রতিবাদ বহরমপুরে
এখন সকলের একটাই প্রশ্ন যে, লোকাল-সহ যাত্রীবাহী ট্রেন পরিষেবা কবে থেকে চালু হবে? এ বিষয়ে এখনও স্পষ্টভাবে কিছু জানানো হয়নি। তবে রেলের তরফে জানানো হল, সংশ্লিষ্ট রাজ্য সরকারের চাহিদার উপর ভিত্তি করে ট্রেন চালানো হবে। একইসঙ্গে সেখানকার করোনাভাইরাস পরিস্থিতিও বিবেচনা করা হবে।
গত বৃহস্পতিবার রেলওয়ে বোর্ডের চেয়ারম্যান ভি কে যাদব বলেন, ‘যাত্রীবাহী ট্রেনের প্রসঙ্গে বলতে গেলে আমরা এখন দৈনন্দিন ভিত্তিতে ট্রেনের চাহিদা, ট্রেনের ভিড় (কোন লাইনে ট্রেনের চাপ কেমন) এবং করোনা পরিস্থিতির মূল্যায়ন করব। যেখানে প্রয়োজন আছে, সেখানেই আমরা ট্রেন চালাব।’
আরও পড়ুনঃ হাথরাসের প্রতিবাদে মুর্শিদাবাদে তৃণমূলের মিছিল, সাংবাদিক সম্মেলনে ঘোষণা আবু তাহেরের
এর আগে, লোকাল ট্রেন পরিষেবা চালুর বিষয়ে রেলওয়ে বোর্ডের চেয়ারম্যান বলেছিলেন, ‘সংশ্লিষ্ট রাজ্য সরকার প্রস্তুত থাকলে এবং তারা যদি আমাদের জানায়, তবেই আমরা শহরতলিতে রেল পরিষেবা পুনরায় চালু করার কথা বিবেচনা করব। এই মুহূর্তে আমাদের করোনা সংক্রমণ কমিয়ে আনাটা বেশি প্রয়োজন। রাজ্য সরকারের তরফ থেকে সবুজ সংকেত পাওয়ামাত্রই পুনরায় লোকাল ট্রেন পরিষেবা চালু করার প্রস্তুতি শুরু করব আমরা।’
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584