অলাভজনক! বাংলা-বিহার-ঝাড়খন্ড রুটে ১৬টি ট্রেন স্থায়ীভাবে বাতিল করল ভারতীয় রেল

0
80

মোহনা বিশ্বাস, ওয়েব ডেস্কঃ

করোনা পরিস্থিতির জেরে যাত্রী সংখ্যা কমে যাওয়ায় অলাভজনক হয়ে যাচ্ছিল বাংলা, বিহার ও ঝাড়খণ্ড রুটের কিছু ট্রেন। তাই বিহার, ঝাড়খন্ড এবং পশ্চিমবঙ্গে সংযোগ রক্ষাকারী ১৬ টি ট্রেন বাতিল করল ভারতীয় রেলওয়ে। আপ ও ডাউনে মিলিয়ে ৮ জোড়া ট্রেন স্থায়ীভাবে বাতিল করা হয়েছে, একটি আরটিআই-এর পরিপ্রেক্ষিতে একথা জানিয়েছে দক্ষিণ পূর্ব রেলওয়ে।

Indian railway | newsfront.co
প্রতীকী চিত্র

বাতিল হওয়া ট্রেনগুলির মধ্যে রয়েছে:

১) রাঁচি-পাটনা এসি এক্সপ্রেস

২) পাটনা-রাঁচি এসি এক্সপ্রেস

৩) হাওড়া-পুরুলিয়া এক্সপ্রেস

৪) পুরুলিয়া-হাওড়া এক্সপ্রেস

৫) পুরুলিয়া-খড়গপুর ইন্টারসিটি এক্সপ্রেস

৬) খড়গপুর-পুরুলিয়া ইন্টারসিটি এক্সপ্রেস

৭) টাটা-লোকমান্য তিলক অন্ত্যোদয়া এক্সপ্রেস

৮) লোকমান্য তিলক-টাটা অন্ত্যোদয়া এক্সপ্রেস

৯) আদ্রা-শালিমার রাজ্যরানী এক্সপ্রেস

১০) শালিমার-আদ্রা রাজ্যরানী এক্সপ্রেস

১১) টাটা-রাঁচি ইন্টারসিটি

১২) রাঁচি-টাটা ইন্টারসিটি এক্সপ্রেস

১৩) ঝাড়গ্রাম-পুরুলিয়া বিরসা মুন্ডা এক্সপ্রেস

১৪) পুরুলিয়া-ঝাড়গ্রাম বিরসা মুন্ডা এক্সপ্রেস

১৫) খড়গপুর-হিজলি ইএমইউ প্যাসেঞ্জার

১৬) হিজলি-খড়গপুর ইএমইউ প্যাসেঞ্জার

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here