৪৫ বছর পর চিনের সাথে সংঘর্ষে মৃত ভারতীয় সেনা

0
78

নিউজফ্রন্ট, ওয়েব ডেস্কঃ

৪৫ বছর পর চিনের সঙ্গে সংঘর্ষে শহিদ হলেন ভারতীয় জওয়ানরা। পূর্ব লাদাখের গালওয়ান উপত্যকায় দুই পক্ষের সংঘর্ষে সোমবার রাতে প্রাণ হারিয়েছেন এক কম্যান্ডিং অফিসার সহ তিনজন ভারতীয় সেনা। ১৯৭৫ সালে শেষবার কোনও ভারতীয় সেনা চিনের সঙ্গে সংঘর্ষে শহিদ হয়েছিলেন। তারপর সোমবার রাতে ফের সেই দুর্ভাগ্যজনক ঘটনা ঘটল।

IND CHINA | newsfront.co
প্রতীকী চিত্র

অন্যদিকে, চিন প্রথম সারির সংবাদমাধ্যম গ্লোবাল টাইমসের এক সাংবাদিক টুইট করে জানিয়েছেন, লাদাখের গালওয়ান উপত্যকায় ভারতীয় সেনার সঙ্গে মুখোমুখি সংঘাতে ৫ চিনা সেনা জওয়ানের মৃত্যু হয়েছে। শুরুতে অবশ্য হতাহতের কথা স্বীকার না করলেও পরে এই কথা স্বীকার করেছে বেজিং। কিন্তু পরে শি চিনফিং প্রশাসন কৌশল বদলে দাবি করতে শুরু করেছে, প্রকৃত নিয়ন্ত্রণ রেখা অতিক্রম করে ভারতীয় সেনা তাদের ভূখণ্ডে ঢুকে পড়েছিল।

আরও পড়ুনঃ চুরি করতে ঢুকে ফ্ল্যাটেই শুরু বসবাস, সিসিটিভি ফুটেজের দৌলতে হাজতবাস

বেজিংয়ে চিনের বিদেশমন্ত্রকের মুখপাত্র বলেন যে, একবার নয় ১৫ তারিখ দুইবার সীমান্ত অতিক্রম করেছিল ভারতীয় সেনা। তখন চিনা বাহিনী তাদের আটকাতে গেলেই সংঘর্ষ শুরু হয়। তবে কোনও ভারতীয় সেনা শহিদ হয়েছেন কিনা, সেটা জানা নেই বলে দাবি চিনের মুখপাত্রের। নিজেদের দিকে ক্ষয়ক্ষতি নিয়েও কিছু বলেনি বেজিং যদিও ভারত বলেছে চিনের সেনাও শহিদ হয়েছে এই সংঘর্ষে।

আরও পড়ুনঃ ব্রেকিং নিউজঃভারত-চিন সীমান্তে ফের সংঘর্ষে ১ কর্নেল সহ ৩ ভারতীয় জওয়ান নিহত

প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে গুলি চলেনি সোমবার রাতে অতএব পুরোটাই হাতাহাতি ও পাথর ছোঁড়াছুড়ির মধ্যে সীমাবদ্ধ ছিল। ঘটনার জেরে জরুরি বৈঠক করেছেন ভারতের বিদেশ ও প্রতিরক্ষা মন্ত্রী। উপস্থিত ছিলেন তিন বাহিনীর প্রধান ও সিডিএস। লাদাখে উত্তেজনা কমানোর ব্যাপারে গত দু’সপ্তাহ ধরে বেজিং-নয়াদিল্লি বিবৃতি দিচ্ছে। দু’পক্ষের মেজর জেনারেল স্তরে বৈঠকও শুরু হয়েছে। যা বর্তমানে ধারাবাহিক ভাবে চলছে। কিন্তু তাতেও যে কোনও সমস্যার সমাধান হয়নি তা বলাই বাহুল্য। এরপরেও উত্তেজনা প্রশমনের চেষ্টা চলছে। এখন তা কতটা ফলপ্রসূ হয় সেটাই এখন দেখার।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here