“ভারত সরকার কি তাদের মৃতদেহ দেশে ফেরাতে চান?” মোদী সরকারকে প্রশ্ন ইউক্রেনের ভারতীয় পড়ুয়াদের

0
69

নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ

“আমাদের কি জীবিত অবস্থায় দেশে ফেরাবেন না কি মৃতদেহ নিয়ে যেতে চান!” ভারত সরকারকে প্রশ্ন যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে আটকে থাকা পড়ুয়াদের। ইতিমধ্যেই খারকিভে এক ভারতীয় ছাত্রের মৃত্যু হয়েছে রাশিয়ার বোমার আঘাতে। এখনো ইউক্রেনে আটকে রয়েছেন কয়েক হাজার ভারতীয় ছাত্র ছাত্রী। ভারত সরকারের উদ্ধার প্রক্রিয়া নিয়ে বিক্ষুব্ধ তাঁরা।

Indian student in Ukraine
ছবি: পূজা প্রহরাজের ফেসবুক প্রোফাইল

খারকিভে মঙ্গলবার মৃত্যু হয় কর্ণাটকের ছাত্র নবীন শেখারাপ্পা জ্ঞানগউধর-এর। তাঁর মৃত্যুর পরেই খারকিভে পড়তে যাওয়া আরেক ভারতীয় ছাত্রী পূজা প্রহরাজ টুইট করে ভারত সরকারের প্রতি একরাশ ক্ষোভ উগরে দেন। টুইটে পূজা লিখেছেন, “গত ছ’দিনে ভারতীয় দূতাবাসের তরফে খারকিভের ছাত্রছাত্রীদের নিরাপত্তার জন্য কিচ্ছু করা হয়নি। তার মাঝেই আজ একজন ভারতীয় ছাত্রের মৃত্যু হয়েছে। কাল হয়তো আরও ১০০ জন মারা যাবেন। তারপর ১০০০।“ ঐ টুইটে ভারতের প্রধানমন্ত্রীর দপ্তর ও বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর-কে মেনশন করে তিনি লিখেছেন, “বিদেশমন্ত্রী কি আমাদের ৪০০০ মৃতদেহ দেশে ফিরিয়ে নিয়ে যেতে চান?” পূজা প্রহরাজ খারকিভে আটকে ভারতীয় পড়ুয়ার সংখ্যা উল্লেখ করলেও গোটা ইউক্রেনে এখনো অন্তত ১৬ হাজারের ওপর ভারতীয় ছাত্রছাত্রী রয়েছেন।

আরও পড়ুনঃ ইউক্রেনের খারকিভে প্রাণ গেল এক ভারতীয় ছাত্রের

খারকিভে পড়তে যাওয়া ওই ছাত্রীর দাবি, ভারতীয় দূতাবাস তাঁদের নিরাপত্তার নূন্যতম ব্যবস্থাও করেনি এমনকি ফোন করলে ফোন পর্যন্ত ধরেনি ভারতীয় দূতাবাস। এই পরিস্থিতিতে ইউক্রেনের স্থানীয় বাসিন্দারাও তাঁদের সাহায্য করতে চাইছেন না। কেন ইউক্রেনবাসী এখন ভারতীয়দের প্রতি বিমুখ সে বিষয়ে ঐ ছাত্রী কিছু না লিখলেও কারণটি সহজেই অনুমেয়, রাষ্ট্রপুঞ্জে যুদ্ধ বিরোধী প্রস্তাবে ভোটদানে ভারতের বিরত থাকাই যে মূল কারণ তা বলা-ই বাহুল্য।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here