ভারতীয় দল এখনও ধোনিকে ছাড়া অসম্পূর্ণঃ কেশব বন্দ্যোপাধ্যায়

0
38

নিজস্ব সংবাদদাতা, স্পোর্টস ডেস্কঃ

ফেড, রোনাল্ডোরা যদি খেলতে পারে মাহি পারবে না কেন বলেছেন ধোনির ছোটোবেলার কোচ। যে কুঁড়িকে তিনি ফুটিয়ে ছিলেন সেই কুঁড়ি এখন বটবৃক্ষে পরিণত হয়েছে ভারতীয় ক্রিকেটকে সব কিছু দিয়েছেন। চল্লিশে যেমন চালসে ধরে তেমন অনেকে বলতে শুরু করেছেন ধোনিকে অবসর নেওয়া উচিত।

Keshab Banerjee | newsfront.co
কেশব বন্দ্যোপাধ্যায়। নিজস্ব চিত্র

ধোনির ছোটো বেলার কোচ কেশব বন্দ্যোপাধ্যায় কিন্তু বলছেন, রজার ফেড রার, ক্রিস্টিয়ানো রোনাল্ডোরা যদি এই বয়সে এসে খেলতে পারে ফিটনেসের খেলাতে সেখানে ধোনি পারবে না কেন? এই ভারতীয় দল এখনও ধোনিকে ছাড়া অসম্পূর্ণ, যেখানে ও এতো ফিট। বয়স কোনো বাধা নয় এটা মনে রাখা উচিত।

আরও পড়ুনঃ চল্লিশতম জন্মদিনে মাহিকে শুভেচ্ছা বার্তা আইসিসি, বিসিসিআইয়ের

মাহির সঙ্গে তার কথা হয় নি তাকে মোবাইল এ পাওয়া মুশকিল বলে সে কারণে মাহির মা এর সঙ্গে কথা বলে শুভ কামনা প্রার্থনা করেছেন গুরু কেশব। ছোটো বেলায় এই দিনে অনেক উপহার দিতেন সেটা ভেবেও নস্টালজিক তিনি। একইসাথে বলেছেন, আমি কোনো গিফট দিতে পারিনি সেভাবে ওকে কিন্তু ও এই জায়গায় পৌঁছে আমাদের মুখ উজ্জ্বল করেছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here