আইসিসি র‍্যাঙ্কিং-এ তিন নম্বরে ভারতের টেস্ট দল

0
24

নিজস্ব সংবাদদাতা, স্পোর্টস ডেস্কঃ

লকডাউনের জন্য দীর্ঘ ছয় মাস ক্রিকেট বন্ধ হলেও আইসিসি র‍্যাঙ্কিং টলাতে পারলো না টিম ইন্ডিয়াকে। আইসিসি ব্যাটসম্যান ওয়ান-ডে র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রাখলেন ভারত অধিনায়ক বিরাট কোহলি তার সঙ্গে দু’নম্বরে রয়েছেন ভারতের সহ-অধিনায়ক রোহিত শর্মা। এদিন প্রকাশিত হল নতুন র‍্যাঙ্কিং। এছাড়া র‍্যাঙ্কিং প্রায় অপরিবর্তিত।

India team | newsfront.co
ফাইল চিত্র

টেস্টে এক নম্বর জায়গা ধরে রেখেছেন অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথ। টেস্টেও বিরাটের দুই নম্বর স্থান অক্ষত। তিনে রয়েছেন অজি ব্যাটসম্যান মার্নাস ল্যাবুশানে।

ভারতীয় পেসার জসপ্রীত বুমরাহ ওয়ান ডে ক্রিকেটে বোলারদের মধ্যে শীর্ষস্থানেই রয়েছেন৷ আর টেস্ট র‍্যাঙ্কিংয়ে বোলারদের মধ্যে শীর্ষস্থানে রয়েছেন অস্ট্রেলিয়ার প্যাট কাম্মিন্স।

আরও পড়ুনঃ পরিস্থিতি পাল্টাতে চ্যালেঞ্জ নিতে চান রায়না

ওয়ান ডে ক্রিকেটে দু’নম্বরে রয়েছে ভারত৷ এক নম্বরে রয়েছে ইংল্যান্ড৷ তবে টেস্ট দল হিসেবে ভারত চলে এল তিন নম্বরে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার পরেই। যদিও ভারত খুব কম ম্যাচ খেলেছে অন্যদল গুলোর থেকে। টি-টোয়েন্টি দল হিসেবে ভারত রয়েছে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের ঠিক পরেই।

টি টোয়েন্টি ব্যাটসম্যান হিসেবে ভারতের লোকেশ রাহুল রয়েছেন দুই নম্বরে এক নম্বরে পাকিস্তানের বাবর আজম। টি-টোয়েন্টি বোলিংয়ে নিজের শীর্ষ স্থান ধরে রাখলেন আফগানিস্তানের রশিদ খান।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here