ওয়েবডেস্ক, নিউজফ্রন্টঃ
করোনা আবহের মধ্যেই বিশ্ব স্বাস্থ্য সংস্থা ( WHO)-র এগজিকিউটিভ বোর্ডের গুরুত্বপূর্ণ চেয়ারম্যান পদ পেতে চলেছে ভারত। আগামী ২২ মে বিশ্ব স্বাস্থ্য সংস্থার এগজিকিউটিভ বোর্ডের মিটিং এর পরেই পাকাপাকিভাবে এই সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানা গেছে, তবে উল্লেখ্য করোনার সাথে এই পদ পাওয়ার কোনো সংযোগ নেই।
গত বছরই দক্ষিণ এশিয়ার দেশগুলি এগজিকিউটিভ বোর্ডের সদস্যের জন্য তিন বছরের জন্যে ভারতের নাম মনোনীত করে এবং এক বছরের জন্য এগজিকিউটিভ বোর্ডের চেয়ারম্যান হিসেবে ভারতের নাম মনোনীত করা হয়েছিল। যদিও বর্তমানে এই গুরুত্বপূর্ণ পদে আসীন রয়েছে জাপান।
তবে ভারত সরকার সূত্র এখনই এ বিষয়ে কিছু জানানো হয়নি একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম এই খবর তুলে ধরেছে। তবে ভারতের যিনি এই গুরুত্বপূর্ণ পদে আসীন হবেন তার পক্ষে করোনা আবহে এই পদ পরিচালনা করা যথেষ্ট চাপের এবং চ্যালেঞ্জের তার কারণ একদিকে চীন আরেকদিকে আমেরিকা । করোনাকে কেন্দ্র করে চীন আমেরিকার সম্পর্ক অত্যন্ত তিক্ত তাই এই মুহূর্তে দুটি দেশের মন জুগিয়ে চলতে হবে সাথে পদের নিরপেক্ষতাও রাখতে হবে যেটা এখন যথেষ্ট চাপের।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584