জয়ের ধারা অব্যাহত ভারতীয় মহিলা ক্রিকেট দলের

0
83

স্পোর্টস ডেস্কঃ

আইসিসি মহিলা বিশ্ব টি-২০ , ২০১৮’য় ভারত অস্ট্রেলিয়াকে ৪৮ রানে হারিয়ে লীগ পর্যায়ে শীর্ষস্থান দখল করে জয়ের ধারা অব্যাহত রাখল।এই নিয়ে টানা ৭ ম‍্যাচে জয় পেল ভারত।ভারত আগেই সেমি ফাইনাল নিশ্চিত করেছে।

মান্ধানার তান্ডব চলছে(ছবি সৌজন্যে-ক্রিকবাজ)

এদিন টসে জিতে গায়ানা ক্রিকেট মাঠে ভারত স্মৃতি মান্ধানার ঝোড়ো ৮৩(৫৫বলে) ও ক‍্যাপ্টেন হরমনপ্রীত কৌরের ৪৩ রানের সুবাদে ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৬৭ রান সংগ্ৰহ করে।অস্ট্রেলিয়ার হয়ে শেষের দিকে ই. পেরী ৩ ওভারে১৬ রান দিয়ে ৩ উইকেট না তুলে নিলে ভারতের স্কোর আরো বেশি হতে পারতো।https://twitter.com/ICC/status/1063832641458315264?s=19

জবাবে ব‍্যাট করতে নেমে কোনো সময়ই রান তোলার গতি ঠিক রাখতে পারেনি অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার হয়ে ভাল বোলিং করা ই. পেরিই সর্বোচ্চ ৩৯ (নট আউট) রান করেন। ভারতের হয়ে অনুজা পাটিল ৩ টি ও দিপ্তি শর্মা, রাধা যাদব, পুনম যাদব ২টি করে উইকেট নেন। শেষমেষ অস্ট্রেলিয়া ১৯.৪ ওভারে ১১৯ রানে অল আউট হয়ে যায়।

গ্ৰুপ লীগের অন‍্য একটি ম‍্যাচে নিউজিল্যান্ড আয়ারল‍্যান্ডকে৮ উইকেটে হারিয়েছে।

 

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here