নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
পৃথিবীর অন্যান্য সব দেশের মহিলাদের চেয়ে ভারতীয় মহিলারা আকর্ষণহীন, তাঁদের মধ্যে কোনো যৌন আবেদন নেই, বলেছিলেন ৩৭তম মার্কিন রাষ্ট্রপতি রিচার্ড নিক্সন।
হোয়াইট হাউস থেকে প্রাপ্ত কিছু অপ্রকাশিত টেপ থেকে পাওয়া এই তথ্য জনসমক্ষে এনেছেন অধ্যাপক গ্যারি. জে. বাস। নিউ ইয়র্ক টাইমসে এক নিবন্ধে অধ্যাপক বাস লিখেছেন , প্রাক্তন রাষ্ট্রপতি রিচার্ড নিক্সন তাঁর জাতীয় সুরক্ষা উপদেষ্টা হেনরি কিসিঙ্গারের মধ্যে এক ব্যক্তিগত আলাপচারিতায় রাষ্ট্রপতি বলছেন, পৃথিবীর অন্যান্য দেশের মহিলাদের মধ্যে একমাত্র ভারতীয় মহিলারাই সব থেকে কম আকর্ষণীয় এবং তাদের মধ্যে ছিটে ফোঁটা যৌন আবেদন নেই।
আরও পড়ুনঃ সীমান্তে উত্তেজনার দায় এড়াল বেজিং
” কোনো পুরুষের কি ভাবে ভারতীয় মহিলাদের দেখে যৌন উত্তেজনা জাগে? অন্তত আমার তো ভারতীয় মহিলাদের দেখলে সবরকম যৌন কামনা, ইচ্ছে উধাও হয়ে যায়।” বলতে শোনা গেছে প্রাক্তন রাষ্ট্রপতি রিচার্ড নিক্সনকে।
আরও পড়ুনঃ প্রথম তিনশোর মধ্যে আইআইএসসি ভারতের একমাত্র বিশ্ববিদ্যালয়
শুধু তাই নয়, রিচার্ড নিক্সন এই প্রসঙ্গে ভারতীয় মহিলাদের সাথে কৃষ্ণাঙ্গ আফ্রিকান মহিলাদের তুলনা করে বলেন, “আফ্রিকান মহিলাদের তাও কিছুটা পাশবিক আকর্ষণ আছে, আমি বুঝতেই পারিনা ভারতীয় মহিলারা কিভাবে শারীরিক ভাবে কারুর সাথে মিলিত হয়ে সন্তান উৎপাদন করতে পারেন!”
এইসব তথ্য সামনে এনেছেন অধ্যাপক বাস, যিনি প্রিন্সটন ইউনিভার্সিটির রাজনীতি ও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ের অধ্যাপক। তাঁর লেখা The blood telegram : Bizon, Kissinger and a forgotten genocide বইটি পুলিৎসার পুরস্কারের জন্য মনোনীত হয়েছিল, বইটির বিষয়বস্তু হল ১৯৭১-র মুক্তিযুদ্ধ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584