মনোদীপ ব্যানার্জী, স্পোর্টস ডেস্কঃ
সোমবার ফাইনালে নেপালকে হারিয়ে সাউথ এশিয়ান গেমসে মহিলাদের ফুটবলে লাগাতার তৃতীয় বার সোনা জিতলো ভারত। ২-০ গোলে নেপালকে হারায় ভারত।
এদিন ফাইনালে ভারতের হয়ে জোড়া গোল করেন রতনবালা দেবী। ১৮ মিনিটের মাথাতেই প্রথম গোল ও ৫৬ মিনিটের মাথায় দ্বিতীয় গোল করেন তিনি।
FULL-TIME ⏱️
🙌 CHAMPIONS 🙌
The referee blows the whistle and brings an end to the match. The Indian Women’s Team has successfully defended the #SAG2019 gold medal 🥇
🇮🇳 2⃣-0⃣ 🇳🇵#BackTheBlue 💙 #IndianFootball ⚽ #ShePower 👧🏻 #INDNEP ⚔ pic.twitter.com/R8FBDl1R16
— Indian Football Team (@IndianFootball) December 9, 2019
এদিন নেপালের বিরুদ্ধে শুরু থেকেই দাপট দেখায় ভারতের মেয়েরা।
যার ফলে মাথা তুলে দাঁড়াতেই পারেননি নেপালের মহিলা ফুটবলাররা। আর সেই সুযোগের সদ্ব্যবহার করেন রতনবালা দেবী।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584