নতুন বছরেও জিডিপি নিম্নমুখী হওয়ার পূর্বাভাস, আশা শুধু কৃষিতে

0
64

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

gdp | newsfront.co

করোনা পরিস্থিতিতে দেশের আর্থিক বৃদ্ধি নিম্নমুখী। তার মাঝে আগামী অর্থবর্ষে জিডিপি ৭.৭ শতাংশ সংকোচনের পূর্বাভাস। পরিসংখ্যান ও কর্মসূচি রূপায়ণ মন্ত্রকের প্রথম পূর্বাভাস এমনটাই। গত অর্থবর্ষে জিডিপি বৃদ্ধির হার ছিল ৪.২ শতাংশ, ২০২০-২১ অর্থবর্ষে তা অনেকটাই কমে ৭.৭ শতাংশ সংকোচনের মুখে।

মন্ত্রকের বিবৃতি অনুযায়ী, ২০১৯-২০ অর্থবর্ষে জিডিপি এস্টিমেট ছিল ১৪৫.৬৬ লক্ষ কোটি টাকা। সেখানে আগামী অর্থবর্ষে সেটা কমে ১৩৪.৪০ লক্ষ কোটি টাকায় থাকতে পারে। ২০২০ সালে প্রকৃত জিডিপি প্রথম ত্রৈমাসিকে রেকর্ড সংকুচিত হয়ে ২৩.৯ শতাংশে পৌঁছয়। পরের ত্রৈমাসিকে সেই পরিস্থিতি কিছুটা উন্নতি হয়ে সংকোচন দাঁড়ায় ৭.৫ শতাংশে। প্রথম আগাম জিডিপি পূর্বাভাস অর্থবর্ষের শুরুতে মূলত কেন্দ্রীয় বাজেটের আগে পেশ করা হয়। এই তথ্য বাজেট তৈরিতে সহায়তা করে।

আরও পড়ুনঃ ক্ষমতায় এলে বাংলাতেও ‘লাভ জিহাদ’ আইন- দুর্গাপুরে জানালেন নরোত্তম

অর্থনীতি সবথেকে বেশি ধাক্কা খেতে চলেছে উৎপাদন শিল্পে। ২০২০-২১ অর্থবর্ষে উৎপাদন শিল্প ৯.৪ শতাংশ সংকোচনের মুখে। গত অর্থবর্ষে তা ছিল ০.০৩ শতাংশ। আগামী অর্থবর্ষে নির্মাণ শিল্প ১২.৬ শতাংশ সংকোচন হতে পারে বলে পূর্বাভাস। যা গত অর্থবর্ষে ছিল ১.৩ শতাংশ। কিছুটা আশার আলো দেখা যাচ্ছে কৃষিক্ষেত্রে। আগামী অর্থবর্ষে ৩.৪ শতাংশ বৃদ্ধি হতে পারে কৃষিক্ষেত্রে, যা ২০১৯-২০ অর্থবর্ষে ছিল ৪ শতাংশ। কিছুটা কম হওয়ার অন্যতম কারণ হতে পারে কেন্দ্রের কৃষি আইন বিরোধী আন্দোলন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here