Uttarakhand: প্রথম খুলল ভারতের সর্বোচ্চ উচ্চতার হার্বাল পার্ক

0
52

মোহনা বিশ্বাস, ওয়েব ডেস্কঃ

পর্যটকদের জন্য সুখবর। খুলল ভারতের সর্বোচ্চ উচ্চতার হার্বাল পার্ক। এই প্রথম। উত্তরাখণ্ডের চামোলি জেলার মানা এলাকায় ১১ হাজার ফুট উচ্চতায় তৈরি করা হয়েছে হার্বাল পার্ক। এটি ভারতের প্রথম সর্বোচ্চ উচ্চতার পার্ক। ভারত-চিন সীমান্তের কাছে অবস্থিত মানা গ্রামে এই পার্কটির উদ্বোধন করা হয়েছিল।

Herbal Park
সৌজন্যেঃ হিন্দুস্তান টাইমস

ভারতের এই সর্বোচ্চ উচ্চতার পার্কটিতে বিভিন্ন ঔষধি ও বিভিন্ন রকমের মশলা সংরক্ষণের ব্যবস্থা রয়েছে। এছাড়া বাস্তুতন্ত্রের উপরবিভিন্ন গবেষণার সুবিধাও রয়েছে বলে জানান প্রধান বন সংরক্ষক সঞ্জীব চতুর্বেদী। রিপোর্ট অনুযায়ী, এই পার্কটি ৩ একর জায়গা জুড়ে বিস্তৃত।

উত্তরাখণ্ড বন বিভাগের গবেষণা শাখার মাধ্যমে মানা ভান পঞ্চায়েত থেকে পার্ক তৈরির জন্য এই জায়গা দেওয়া হয়েছে। জানা গিয়েছে, কেন্দ্রীয় সরকারের ক্ষতিপূরণ বনায়ন তহবিল ব্যবস্থাপনা ও পরিকল্পনা কর্তৃপক্ষ স্কিমের আওতায় গড়ে উঠেছে এই পার্কটি। এটি তৈরি করতে সময় লেগেছে প্রায় ৩ বছর।

আরও পড়ুনঃ পুজোর আগেই এনজেপি-দার্জিলিং রুটে চালু হবে টয় ট্রেন পরিষেবা

রিপোর্টে আরও বলা হয়েছে, উদ্যানটিতে প্রায় ৪০ প্রজাতির ভেষজ গাছ রয়েছে। তার মধ্যে সাধারণত ভারতীয় হিমালয় অঞ্চলের উচ্চ-পার্বত্য এলাকার অল্পাইন অঞ্চলে পাওয়া যায়। অতএব, বলাই যায় যে, এই পার্কটি পর্যটকদের কাছে খুবই আকর্ষণীয় হয়ে উঠবে। ফলে পর্যটন শিল্পেও আশার আলো দেখছেন ব্যবসায়ীরা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here