মুনিরুল তারেক, বাংলাদেশঃ
ভারতের ৭৪তম স্বাধীনতা দিবস উদযাপিত হলো বাংলাদেশে। আজ ১৫ আগস্ট সকালে রাজধানী ঢাকাস্থ ভারতীয় হাই কমিশনে দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদযাপন করেছেন বাংলাদেশে অবস্থানরত ভারতীয় নাগরিকরা।
ঢাকার বারিধারা এলাকায় ভারতীয় হাই কমিশনের চান্সেরি কমপ্লেক্সে ভারতের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসটি উদযাপনের আনুষ্ঠানিকতা শুরু করেন হাই কমিশনার রীভা গাঙ্গুলি দাশ। পতাকা উত্তোলনের পর তিনি স্বাধীনতা দিবস উপলক্ষে প্রেসিডেন্ট রামা কোবিন্দের বার্তা পাঠ করেন।
ঢাকায় অবস্থান করা ভারতীয় সম্প্রদায়ের সদস্যরা কোভিড মহামারিতে সামাজিক দূরত্ব বজায় রাখার প্রয়োজনীয়তার কারণে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনুষ্ঠানে অংশ নেন।
আরও পড়ুনঃ ১৫ আগস্ট বাংলাদেশে জাতীয় শোক দিবস পালন
উল্লেখ্য, ১৫ আগস্ট বাংলাদেশে জাতীয় শোক দিবস এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রয়ান দিবস। তাই এই শ্রেষ্ঠ ব্যক্তিত্বের প্রতি সম্মান জানিয়ে প্রতি বছর ঢাকায় সীমিত পরিসরে ভারতের স্বাধীনতা দিবস উদযাপন করা হয়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584