নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ
ভারতের নয়া তথ্যপ্রযুক্তি আইন নিয়ে উদ্বেগ প্রকাশ করে চিঠি লিখল রাষ্ট্রসংঘ। রিপোর্ট তৈরি করে সাধারণ সভায় পেশ করার দায়িত্বে থাকা রাষ্ট্রসঙ্ঘের বিশেষ তিন দূত এক চিঠিতে তথ্যপ্রযুক্তি আইন ২০২১-এর সোশ্যাল, ডিজিটাল ও স্ট্রিমিং মিডিয়া নিয়ন্ত্রণ সংক্রান্ত বেশ কিছু নিয়ম প্রত্যাহার, সংশোধন বা পুনর্বিবেচনা করার অনুরোধ করেছেন। চিঠি অনুযায়ী নতুন আইনে আন্তর্জাতিক মানবাধিকার নিয়মের বিস্তৃতিকে সংকুচিত করা হয়েছে এবং তা আন্তর্জাতিক রীতিনীতির সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ।
মত প্রকাশের স্বাধীনতা, তথ্য আদান-প্রদান ও গোপনীয়তা রক্ষার অধিকারের ব্যাপারে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে লেখা ৮ পাতার চিঠিতে তিন দূত ন্যায়ালেটসোসি ভোলে, আইরিন খান ও জোসেফ ক্যানাটেকি বলেন ,’আমরা উদ্বেগের সঙ্গে জানাচ্ছি যে নতুন তথ্যপ্রযুক্তি আইন ২০২১ (Intermediary Guidelines and Digital Media Ethics Code) আন্তর্জাতিক মানবাধিকার বিধির সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়।’
The Government of India has replied to the above report, saying that the IT Rules are framed taking into account principles of reasonableness and proportionality and that Govt respect right to privacy and media freedom.
Reply may be accessed here : https://t.co/8DnoRw144O
— Live Law (@LiveLawIndia) June 19, 2021
আরও পড়ুনঃ আপার ইন্টারভিউ অনলাইনে করার ভাবনা কমিশনের
ইতিমধ্যে চিঠির উত্তরে ভারত সরকারের তরফে জানানো হয়েছে ,’সরকার গোপনীয়তা রক্ষার অধিকার ও মিডিয়ার মত প্রকাশের স্বাধীনতাকে সম্মান করে’।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584