স্পোর্টস ডেস্কঃ
দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনের শেষে ভারত খাদের কিনারে।প্রথম ইনিংসে ভারতের ১০৭ রানের জবাবে ইতিমধ্যে ইংল্যান্ড ৬ উইকেট হারিয়ে ৩৫৭ রান তুলে ফেলেছে, অর্থাৎ ২৫০ রানের লিড। সবচেয়ে বড় চিন্তার বিষয় ব্যাটিংয়ের পর বোলিংয়েও ব্যার্থ ভারত।
অথচ শুরুটা ভালোই করেছিল ভারত। কুক (২১), রুট(১৯), বাটলার(২৪) সহ পাঁচ উইকেট তুলে নিয়েছিল ১৩১ রানের মাথায়। কিন্তু তার পরেই হাল ধরেন উইকেট কিপার ব্যাটসম্যান বেয়ারস্টো ও টেলএন্ডার ক্রিস ওকস। বেয়ারস্টো ৯৩ রানের মাথায় থামলেও ক্রিস ওকস, স্যাম কারানকে(২২) সঙ্গে নিয়ে ব্যাক্তিগত ১২০ রানে অপরাজিত থাকেন যখন আলোর অভাবে তৃতীয় দিনের খেলা বন্ধ হয়।
দিনের শেষে ইংল্যান্ড ২৫০ রানের লিড নিয়ে ৩৫৭ রান তুলে ফেলেছে। ভারতের হয়ে বোলারদের সাদামাটা বোলিংয়ের মাঝে মহম্মদ সামি ৩ ও পান্ডিয়া ২ উইকেট নিয়েছে।
(ছবি- টুইটার)
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584