বিশ্রামে কোহলি, নিউজিল্যান্ডের বিপক্ষে অধিনায়ক রোহিত শর্মার অধীনে ঘোষিত হল দল

0
87

শরীয়তুল্লাহ সোহন, ওয়েব ডেস্কঃ

বিশ্বকাপ মিশনে ব্যর্থ হয়ে ফিরেছে দেশ! চারিদিকে নানা গুঞ্জন, এর মাঝেই কোহলির অধিনায়ক পদ থেকে ইস্তফা দিয়েছেন। টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার টুয়েলভ এর শেষ ম্যাচে নামাবিয়ার মুখোমুখি হয়েছিল ভারতীয় দল। যে ম্যাচ ছিল কোহলির অধিনায়ক হিসেবে শেষ ম্যাচ। সেই ম্যাচে সাংবাদিক এর মুখোমুখি হয়ে কোহলি জানিয়েছিল, অধিনায়ক হিসেবে রোহিত শর্মা কে তাঁর যোগ্য উত্তর সূরী হিসেবে মনে করেন। শুধু কোহলি নন, বিভিন্ন ক্রিকেট বিশেষজ্ঞ থেকে শুরু করে সাধারণ সমর্থক পর্যন্ত রোহিত শর্মা কে টি-টোয়েন্টি দলের অধিনায়ক হিসেবে চাইছিলেন।

Virat Kohli Rohit Sharma

প্রত্যাশা মতো নিউজিল্যান্ডের বিপক্ষে ঘোষিত দলে অধিনায়ক হিসেবে রোহিত শর্মা কে নির্বাচিত করা হয়েছে। এছাড়াও ১৬ জনের ঘোষিত দলে সহ অধিনায়ক হিসেবে লোকেশ রাহুল এর নাম ঘোষণা করা হয়েছে। আগামী ১৭ নভেম্বর থেকে শুরু হতে চলা তিন ম্যাচের সিরিজে কোহলি কে বিশ্রাম দেওয়া হয়েছে বলে ঘোষণা করেছেন ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই। সিরিজের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে জয়পুরে, ১৯ ই নভেম্বর দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে রাঁচিতে এবং তৃতীয় তথা সিরিজের শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে ২১ নভেম্বর কলকাতার ইডেনে ।

বিশ্বকাপের যাবতীয় ব্যর্থতা মুছে এই সিরিজে রোহিতের নেতৃত্বে ভারতীয় দল দারুণ ফল করবেন বলে আশাবাদী ক্রিকেট মহল। এমনিতে অধিনায়ক হিসেবে রোহিত শর্মার ট্রাক রেকর্ড খুব ভালো। আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্স তাঁর অধিনায়কত্বে পাঁচ বার শিরোপা জিতেছেন । যা আইপিএলের ইতিহাসে এক অনবদ্য রেকর্ড। এছাড়াও মাঝে মাঝে নিয়মিত অধিনায়কদের অনুপস্থিতিতে যখনই অধিনায়ক নির্বাচিত হয়েছেন, তখনই সেই সুযোগ কে দারুণ ভাবে কাজে লাগিয়েছেন তিনি।

১৬ জনের ঘোষিত দলে এবারের আইপিএলে অনবদ্য ব্যাটিং করে অরেঞ্জ কাপ জিতে নেওয়া ব্যাটসম্যান ঋতুরাজ গায়কোয়াড় জায়গা পেয়েছেন। এছাড়াও আইপিএলে ভালো পারফরম্যান্স করে দলে সুযোগ পেয়েছেন বেঙ্কটেশ আয়ার, আবেশ খান, হর্ষল প্যাটেলের মতো তরুণরা। তাছাড়াও বিশ্বকাপ টিমে সুযোগ না পাওয়া যুজবেন্দ্র চাহাল কেও দল ফেরানো হয়েছে। তবে দলে জায়গা হয়নি অভিজ্ঞ ওপেনার শিখর ধাওয়ানের।

নিউজিল্যান্ড সিরিজের জন্য ঘোষিত দলের ১৬ সদস্যের নাম:

রোহিত শর্মা (অধিনায়ক) , লোকেশ রাহুল(সহ-অধিনায়ক), ঋতুরাজ গায়কোয়াড়, শ্রেয়স আয়ার, সূর্যকুমার যাদব, রিষভ পন্থ(উইকেট কিপার), ঈশান কিষাণ, বেঙ্কটেশ আয়ার, যুজবেন্দ্র চাহাল, রবিচন্দ্রন অশ্বিন, অক্ষর প্যাটেল, আবেশ খান, ভুবনেশ্বর কুমার, দীপক চাহার, হর্ষল প্যাটেল, মুহাম্মদ সিরাজ।

এছাড়াও দক্ষিণ আফ্রিকা সফরের জন্য ঘোষণা করা হয়েছে ভারতীয় ‘এ’ দল। এই দলে ১৪ জন সদস্যের নাম ঘোষণা করা হয়েছে। দলে জায়গা পেয়েছেন এবারের আইপিএলে ১৫০ কিমি গতিতে বল করে জম্মু কাশ্মীর এর সাড়া জাগানো তরুণ পেসার ইমরান মালিক এবং কর্ণাটকের ওপেনার দেবদূত পাড্ডিকাল। ‘এ’ দলের অধিনায়ক হিসেবে নির্বাচিত হয়েছেন প্রিয়াঙ্ক পাঞ্চাল। দলটি ২৩ নভেম্বর থেকে আফ্রিকায় তিনটি চারদিনের ম্যাচ খেলবেন।

আফ্রিকা সফরের জন্য ভারতীয় ‘এ’ দল স্কোয়াড:

প্রিয়াঙ্ক পাঞ্চাল (অধিনায়ক), পৃথ্বী শ, অভিমন্যু ঈশ্বরন,দেবদূত পাড্ডিকাল, সরফরাজ খান, বাবা অপরাজিত, উপেন্দ্র যাদব(উইকেট কিপার), কে গৌতম, রাহুল চাহার, সুব্র কুমার, নভদীপ সাইনি, ইমরান মালিক, ঈশান পোড়েল, আরজান নাগওয়াসওয়ালা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here