ভুয়ো সার্টিফিকেটে শিক্ষক নিয়োগ ঘিরে আদিবাসী আন্দোলনে উত্তাল পতিরাম

0
152

নিজস্ব সংবাদদাতা, দক্ষিণ দিনাজপুরঃ

আদিবাসী আন্দোলনকে কেন্দ্র করে উত্তাল দক্ষিণ দিনাজপুর জেলার পতিরাম এলাকা। তপশীলি উপজাতির ভুয়ো শাংসাপত্র সংগ্রহ করে নিয়োগ হওয়া শিক্ষক শিক্ষিকাদের নিয়োগপত্র বাতিলের দাবীতে বুধবার দক্ষিণ দিনাজপুর জেলার পতিরাম এলাকার বাহিচা হাইস্কুল ঘেরাও করে এবং পথ অবরোধ করে বিক্ষোভ দেখাল দক্ষিণ দিনাজপুর জেলার আদিবাসী সংগঠনগুলি।বুধবার দক্ষিণ দিনাজপুর জেলার আসিকা, অখিল ভারতীয় আদিবাসী বিকাশ পরিষদ সহ অন্যান্য আদিবাসী সংগঠনগুলির সদস্যরা তীর ধনুক,লাঠি নিয়ে একত্রিতভাবে পতিরাম এলাকার বাহিচা উচ্চ বিদ্যালয় ঘেরাও করে বিক্ষোভ দেখায় এবং তীর ধনুক নিয়ে পতিরামের বাহিচা এলাকার ৫১২ নং জাতীয় সড়কে পথ অবরোধ করে।

নিজস্ব চিত্র

আন্দোলনরত আদিবাসী সংগঠনগুলির বক্তব্য তপশীলি উপজাতির ভুয়ো শাংসাপত্র নিয়ে বাহিচা উচ্চ বিদ্যালয়, খাসপুর উচ্চ বিদ্যালয়, বড়ম উচ্চ বিদ্যালয়, ডাঙ্গারহাট উচ্চ বিদ্যালয়,জাহাঙ্গীরপুর উচ্চ বিদ্যালয় এবং বড়কল উচ্চ বিদ্যালয়ে শিক্ষক শিক্ষিকা পদে যোগদান করেছে মোট সাতজন শিক্ষক শিক্ষিকা।সেই শিক্ষক শিক্ষিকাদের নিয়োগপত্র এবং ভুয়ো শাংসাপত্র বাতিলের দাবীতে এদিন আন্দোলনে পথে নামে আদিবাসী সংগঠনগুলি। আদিবাসীদের সংগঠন আসিকার দক্ষিণ দিনাজপুর জেলার জেলা সভাপতি মদন মুর্মু এদিন বলেন আমরা এর আগেও জেলা শাসক এবং মহকুমা শাসককে বিষয়টি জানিয়েছি। কিন্তু কোন সুরহা হয়নি। তার জন্য আমরা পথে নেমে আন্দোলনটাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি।এদিন আদিবাসীদের আন্দোলনের জেরে বাহিচা উচ্চ বিদ্যালয়ে স্কুলের পঠন পাঠন হয়নি।বন্ধ ছিল বিদ্যালয়ের মিড ডে মিল।সেই সঙ্গে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষাকারাও শ্রেণীকক্ষে প্রবেশে বাধা পান এবং আদিবাসীদের করা দীর্ঘক্ষণ পথ অবরোধের জেরে অবরুদ্ধ হয়ে পড়ে ৫১২ নং জাতীয় সড়ক। বাহিচা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক রাণা সরকার বলেন আমদের বিদ্যালয়ে সংস্কৃত বিভাগে দুই জন শিক্ষিকা পদে যোগদান করেছে।এর মধ্যে একজন শিক্ষিকা হলেন নিলিমা মাহাতো। সর্বভারতীয় আদিবাসী পরিষদের পক্ষ থেকে বলা হয়েছে তার কাগজপত্রে ভুল ক্রটি রয়েছে।তবে শিক্ষিকা নিলিমা মাহাতোর জাতিগত শাংসাপত্রের সত্যতা বিষয়ে এদিন কোনরূপ মন্তব্য করতে চায়নি বিদ্যালয় কর্তৃপক্ষ।এই বিষয়ে বিদ্যালয়ের শিক্ষক রাণা সরকার বলেন এই বিষয়ে আধিকারিকরাই ভাল বলতে পারবে। পাশাপাশি তিনি আরও জানান যে এই বিষয়ে এ.আইকে সমস্ত তথ্য জানিয়েছে বিদ্যালয় কর্তৃপক্ষ।তবে তারা চান বিষয়টি তাড়াতাড়ি মিটুক।পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌছান বালুরঘাট মহকুমার মহকুমা শাসক সহ দক্ষিণ দিনাজপুর জেলার অতিরিক্ত জেলা পুলিশসুপার।সেই সঙ্গে যেকোন ধরনের অপ্রীতিকর অবস্থা এড়াতে এদিন দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রচুর পুলিশ মোতায়ন করা হয় পতিরামের বাহিচা এলাকায়। এরপর বালুরঘাট মহকুমার মহকুমা শাসক ঈশা মুখার্জির সঙ্গে আলোচনায় বসে আদিবাসী সংগঠনগুলির দশ জনের একটি প্রতিনিধি দল।তারপর পরিস্থিতি স্বাভাবিক হয়।

আরও পড়ুনঃ মালদহে মহিলা তৃণমূল কংগ্রেসের জেলা সম্মেলন

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here