ওয়েব ডেস্ক, নিউজ ফ্রন্ট:
‘সরকারের ইচ্ছে’-কে আর সম্মান দিতে পারল না বেসরকারি বিমান সংস্থা ইন্ডিগো। তারা মে মাস থেকে শীর্ষ কর্মীদের বেতন হ্রাস করার ঘোষণা দিল। কিছু ক্ষেত্রে বিনা বেতনে ছুটিও দেওয়া হবে। মে, জুন,জুলাই-এই তিন মাসের জন্য এই সিদ্ধান্ত বলে জানা গেছে।
We paid full salaries in March and April but have to implement pay cuts for senior employees from May: IndiGo CEO
— Press Trust of India (@PTI_News) May 8, 2020
এই বেসরকারি বিমান সংস্থার সিইও রণজয় দত্ত শুক্রবার সমস্ত কর্মীদের ইমেইল মারফত জানান, “আমরা মার্চ ওএও মাসে কর্মচারীদের পুরো বেতন দিয়েছি। তবে মে মাস থেকে বেতন হ্রাস করা ছাড়া আর অন্য কোনো উপায় নেই।”
তিনি ইমেইলে আরও জানিয়েছেন, ‘বেতন বেতন হ্রাসের সঙ্গে আমাদের কিছু অন্য কষ্টকর সিদ্ধান্তও নিতে হচ্ছে। এই তিন মাসে সীমিত ক্ষেত্রে বিনা বেতনে ছুটিও দেওয়া হবে।’
আরও পড়ুন:সম্পূর্ণ লকডাউন আমেদাবাদে, নামল আধাসেনা
এর আগে গত ১৯ শে মার্চ সিনিয়র কর্মীদের বেতন হ্রাসের সিদ্ধান্ত নিয়েও প্রধানমন্ত্রীর অনুরোধকে সম্মান জানাতে পিছু হটতে হয় ওই সংস্থাকে। লকডাউনের সময় কর্মীদের ছাঁটাই বা বেতন হ্রাসের পথে না হাঁটতে বেসরকারি সংস্থাগুলিকে অনুরোধ করেছেন প্রধানমন্ত্রী।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584