মুখ্য পাইলটকে না জানিয়েই কুণাল কামরাকে ব্যান, অসন্তোষ প্রকাশ ক্যাপ্টেন রোহিত মাতেতির

0
60

নিউজফ্রন্ট, ওয়েবডেস্কঃ

মুম্বই থেকে লখনৌগামী বিমানে সহযাত্রী সাংবাদিক অর্ণব গোস্বামীর সাথে অভব্য, অশোভন আচরণ করার অভিযোগ উঠেছিল স্ট্যান্ড-আপ কমেডিয়ান কুণাল কামরার বিরুদ্ধে।

indigo investigation on after pilot defends kunal kamra | newsfront.co
ফাইল চিত্র

শাস্তিস্বরূপ ইন্ডিগো-সহ চার বিমান সংস্থা ছয় মাসের জন্য কুণাল কামরার বিমান পরিষেবা বন্ধ রেখেছে, অর্থাৎ আগামী ৬ মাস বিমানে ভ্রমণ করতে পারবেন না কুণাল।

তবে ইন্ডিগোর এই সিদ্ধান্তে অসন্তুষ্ট হয়েছেন ইন্ডিগোর মুখ্য পাইলট, ক্যাপ্টেন রোহিত মাতেতি। তিনি টুইট করে জানিয়েছেন যে, তাঁকে না জানিয়ে কেন এত বড় সিদ্ধান্ত নেওয়া হল।

শুধু সোশ্যাল মিডিয়া পোস্ট দেখেই বিমানসংস্থা কুণালকে ‘নো ফ্লাইং লিস্টে’ পাঠিয়েছে, যেটা একদমই উচিত হয়নি বলে মনে করছেন বিমানের মুখ্য পাইলট। তিনি আরও বলেন, সেদিন কুণালের আচরণ অশোভন হলেও তা মোটেই যাত্রীদের মাঝে বিশৃঙ্খলতা সৃষ্টি করেনি।

আরও পড়ুনঃ আইপিএল-এর সাথে জড়িয়ে উপার্জনের শর্তাবলী, খেলোয়াড়দের ফিটনেস দায়ী টাকার অঙ্ক বদলে

এই কারণের জন্য কখনওই তাকে এত বড় শাস্তিদেওয়া যায় না। তিনি তাঁর জীবনের অভিজ্ঞতায় এর থেকেও বেশি উশৃঙ্খল বিশৃঙ্খলতা দেখেছেন, কিন্তু সেই ক্ষেত্রগুলিকে এত বড় সিদ্ধান্ত নেওয়া হয়নি।

প্রসঙ্গত, ২৮ জানুয়ারি অর্ণবকে বিমানে নানান প্রশ্ন করেন কুণাল। কিন্তু পুরো সময় তাঁকে উপেক্ষা করেন টিভি সঞ্চালক অর্ণব গোস্বামী। পরে নিজেই টুইটারে এটি পোস্ট করে কুণাল বলেন যে তিনি তাঁর হিরো রোহিত ভেমুলার জন্য এই কাজটি করেছেন।

আরও পড়ুনঃ এটিএম জালিয়াতিতে ধৃত এক

এরপরে অসামরিক বিমান পরিবহণমন্ত্রী হরদীপ পুরী বলেন যে কুণাল কামরা বিমানে আইন ভেঙ্গে বিশৃঙ্খলার সৃষ্টি করেছেন, যা অন্যান্য যাত্রীদের কাছে ত্রাসের কারণ হয়ে দাঁড়িয়েছিল। এরপরেই নড়েচড়ে বসে বিমানসংস্থাগুলি। ইন্ডিগো, এয়ার ইন্ডিয়া, স্পাইসজেট ও গো এয়ার ব্যান করে দেয় কুণাল কামরাকে।

তবে এ দিন ইন্ডিগো জানিয়েছে যে তারা বিমানচালকের চিঠি পেয়েছে ও অভন্ত্যরীণ কমিটি এটি নিয়ে বিচার বিবেচনা করবে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here