কর্মী ছাঁটাইয়ের পথে ইন্ডিগো, জানালেন সিইও রণজয় দত্ত

0
50

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

করোনাভাইরাসের দাপটে নাজেহাল জনজীবন। ক্রমশ বাড়ছে আক্রান্তের সংখ্যা। পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যাও। করোনার ছোবলে দুর্বল হয়ে পড়েছে ভারতের অর্থনীতিও। কোভিড-১৯ সংক্রমণ রুখতে দেশজুড়ে জারি হয়েছে লকডাউন। যার জেরে বন্ধ স্কুল, কলেজ, অফিস-কাছারি থেকে শুরু করে বিভিন্ন কর্মসংস্থান।

Indigo | newsfront.co
ফাইল চিত্র

কোনো কর্মসংস্থানেই আর তেমন আয় নেই। তাই বাধ্য হয়ে কর্মী ছাঁটাইয়ের পথ বেছে নিতে হচ্ছে সংস্থার কর্তৃপক্ষকে। এবার কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটলো ইন্ডিগো। সংস্থার সিইও রণজয় দত্ত জানান যে, করোনার জেরে অর্থনৈতিক মন্দার ফলে দশ শতাংশ কর্মী ছাঁটাই করার সিদ্ধান্ত নিয়েছে ইন্ডিগো।

আরও পড়ুনঃ এয়ার ইন্ডিয়ার কর্মীদের বিনা বেতনে ছুটির প্রতিবাদে সোচ্চার ডেরেক

রণজয় দত্ত আরও বলেন যে, কোনও আত্মত্যাগ ছাড়া করোনা পরিস্থিতিতে সৃষ্টি হওয়া এই অর্থনৈতিক ঝড় সামলানো সম্ভব নয়। ব্যবসাকে বাঁচানোর জন্য এই সিদ্ধান্ত নেওয়া দরকার ছিল বলে জানান সংস্থার কর্ণধার। সমস্ত পরিস্থিতি বিচার বিবেচনা করে কর্মী সংকোচনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান রণজয়বাবু। তিনি বলেন যে, ইন্ডিগোর ইতিহাসে এই প্রথম চাকরি হারাবেন এত জন।

আরও পড়ুনঃ বেসরকারি ট্রেন নিয়ে আরও ব্যাকফুটে রেলমন্ত্রক

কর্মীদের বিনা বেতনে ছুটি ও মাইনে কমানোর মতো বেশ কিছু সিদ্ধান্ত নিতে হয়েছিল ইন্ডিগো কর্তৃপক্ষকে। কিন্তু তারপরেও ইন্ডিগোর পক্ষে এত খরচ সামলানো যাচ্ছিল না। তাই একপ্রকার বাধ্য হয়েই তারা এই কঠিন সিদ্ধান্তের পথে হাঁটলেন বলে জানান ইন্ডিগোর সিইও রণজয় দত্ত।

করোনার জেরে যেভাবে ফ্লাইট পরিষেবা বিঘ্নিত হয়েছে, তার প্রভাব পড়েছে ভারতের সবচেয়ে বড় বিমান পরিবহণ সংস্থা ইন্ডিগোর ওপরেও। গত বছর মার্চ মাসে ইন্ডিগোর ২৩ হাজারের মতো কর্মী ছিল। সেই হিসাব অনুযায়ী এবার কমপক্ষে দুই হাজার কর্মী চাকরি হারাবেন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here