নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
যাত্রা শুরু করার কিছুক্ষণের মধ্যেই সলিল সমাধি ইন্দোনেশিয়ার শ্রীউইজয়া এয়ারের বিমানের। রবিবার বোয়িং ৭৩৭-৫০০ বিমানের ধ্বংসাবশেষ সমুদ্রের ২৩ মিটার গভীরে খুঁজে পান ডুবুরিরা। শনিবার দুপুরে জাকার্তা থেকে পন্টিয়ানাকগামী ওই বিমানের টেক অফ করার এক ঘণ্টার মধ্যে এটিসির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। আজ, জাভা সমুদ্রের কাছে তার ধ্বংসাবশেষ পাওয়া গেল।
এয়ার চিফ মার্শাল হাদি জাহজান্তো জানিয়েছেন, “উদ্ধারকারী ডুবুরিদের কাছ থেকে রিপোর্ট পাওয়া গিয়েছে যে, বিমানের কিছু ধ্বংসাবশেষ সমুদ্রের গভীর পাওয়া গিয়েছে। আমরা নিশ্চিত যে বিমানটি ক্র্যাশ করেছিল।“
এর আগে উদ্ধারকারীরা কিছু দেহাবশেষ, কাপড়ের টুকরো এবং ধাতব পদার্থ জল থেকে তোলেন। এখনও ৬ জন ক্রু মেম্বার এবং ৫৬ জন যাত্রীর দেহ উদ্ধার হয়নি, তল্লাশির কাজ এখনও চলছে। যাত্রীদের মধ্যে ছিল ৬টি শিশুও।
আরও পড়ুনঃ বিদ্যুৎ বিপর্যয়ে অন্ধকারে ডুবল পাকিস্তানের বড় অংশ
শনিবার দুপুরে মাঝ আকাশে নিখোঁজ হয়ে যায় শ্রীউইজয়া এয়ারের একটি বিমান। পরে সেই বিমানের হদিশ পায় নৌসেনার একটি জাহাজ। সংকেত থেকে তারা বুঝতে পারে হয়তো সমুদ্রে ক্র্যাশ করে থাকতে পারে বিমানটি।
বিমান দুর্ঘটনার কারণ এখনও জানা যায়নি। জীবিত কারও হদিশও মেলেনি এখনও। রাষ্ট্রপতি জোকো উইডোডো সরকার এবং সমস্ত ইন্দোনেশিয়াবাসীর তরফে এই দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন। যাত্রীদের পরিজনদের পাশে থাকার বার্তা দিয়েছে সরকার।
আরও পড়ুনঃ জাভা সমুদ্রে ইন্দোনেশিয়ার নিখোঁজ বিমান যাত্রীদের দেহাংশ উদ্ধার
উদ্ধারকারীরা জানিয়েছেন, তাঁরা হার মানবেন না। সবরকম চেষ্টা করছেন তাঁরা যাত্রীদের উদ্ধারের জন্য। শ্রীউইজয়া এয়ারের প্রেসিডেন্ট ডিরেক্টর জেফারসন আরউইন জাউওয়েনা জানিয়েছেন, বিমানটি ২৬ বছরের পুরনো। এর আগে আমেরিকায় বিমানটি ব্যবহৃত হয়েছে। যান্ত্রিক কোনো গোলযোগ ছিলোনা বিমানটির।
উড়ানযোগ্য বিমানটি শনিবার দুপুরে পন্টিয়ানাক থেকে পানংকাল পিনাং শহরের উদ্দেশ্যে যাত্রা শুরু করে কিন্তু কিছুক্ষণের মধ্যেই এটিসির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় বিমানটির।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584