শুভশ্রী মৈত্র, ওয়েব ডেস্কঃ
অতিমারীর আবহে দক্ষিণ এশিয়ার ছ’টি দেশের মধ্যে শিশুমৃত্যুর হার সবথেকে বেশি ভারতে, কেন্দ্রের অস্বস্তি বাড়িয়ে রিপোর্ট ইউনিসেফ-এর। একই সঙ্গে বেড়েছে গর্ভাবস্থায় মৃত্যুর হারও।
দক্ষিণ এশিয়ার ছ’টি দেশের মধ্যে করোনা অতিমারী আবহে শিশুমৃত্যুর হার সবচেয়ে বেশি ভারতে। একই সঙ্গে বেড়েছে গর্ভাবস্থায় মৃত্যুও। ইউনিসেফের সাম্প্রতিক রিপোর্টে দেশের স্বাস্থ্য ব্যবস্থার এই বেহাল দশাই উঠে এসেছে, যা কেন্দ্রের যথেষ্ট অস্বস্তির কারণ হয়ে উঠেছে।
শিশু ও গর্ভবতী মায়েদের উপর করোনার প্রত্যক্ষ ও পরোক্ষ প্রভাব নিয়ে, দক্ষিণ এশিয়ার ছ’টি দেশ – আফগানিস্তান, বাংলাদেশ, নেপাল, ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কায় একটি সমীক্ষা চালায় ইউনিসেফ। এই সমীক্ষার রিপোর্টেই উঠে এসেছে যে করোনায় সবচেয়ে বেশি প্রভাব পড়েছে শিশুদের উপর। দক্ষিণ এশিয়ার সব দেশেই শিক্ষাব্যবস্থা, শিশুদের উপর কম বেশি নেতিবাচক প্রভাব পড়েছে। তবে তার মধ্যে সবচেয়ে বেশি প্রভাব পড়েছে ভারতে।
আরও পড়ুনঃ এপ্রিল থেকে ২০% দাম বাড়তে চলেছে ওষুধের
পাশাপাশি করোনার সময় শিশু সুরক্ষা, অন্যান্য রোগ প্রতিরোধক ভ্যাকসিন প্রদান কর্মসূচি, পরিবার পরিকল্পনা-সহ একাধিক সরকারি পরিষেবা ব্যাপকভাবে ধাক্কা খেয়েছে। এই ক্ষেত্রেও ভারতের পরিস্থিতি সবচেয়ে খারাপ। ভারতের পরেই রয়েছে পাকিস্তানের স্থান।
আরও পড়ুনঃ রাম মন্দির নির্মাণ উজ্জীবিত করবে ভারতকেঃ রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ
আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছে এই রিপোর্টে। তা হলো, করোনার সময় দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে প্রায় ৩০.৫ লক্ষ অবাঞ্ছিত সন্তান সম্ভাবনার পরিস্থিতি তৈরি হয়েছে। এই ধরনের ঘটনাও সবথেকে বেশি ঘটেছে ভারতেই।
পাশাপাশি, লকডাউনের কারণে দীর্ঘ সময় ধরে স্কুল বন্ধ থাকায় স্কুল ছুটের সংখ্যাও বেড়েছে। ভারতে প্রায় ৭০ লক্ষ স্কুল পড়ুয়া পাকাপাকি স্কুলে যাওয়াই বন্ধ করে দিয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। এ বিষয়ে ভারতের মতো খারাপ অবস্থা শ্রীলঙ্কা এবং বাংলাদেশেও। স্কুলছুটদের মধ্যে মেয়েদের সংখ্যাও অনেকটাই।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584