করোনা আতঙ্ক! সকাল থেকে বেহালার রাস্তায় মুখ গুঁজে পড়ে রইলেন বৃদ্ধ, উদ্ধার পুলিশের

0
61

শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ

সাতসকালে ফুটপাথে এই দৃশ্য দেখে চমকে উঠেছিলেন অনেকেই। হাঁটু গেঁড়ে মাথা গুঁজে হাপাচ্ছেন এক বৃদ্ধ। মুখ দিয়ে গোঁ গোঁ আওয়াজ বেরোচ্ছে, লালা পড়ছে। করোনা সন্দেহে চোখের সামনে এই মর্মান্তিক দৃশ্য দেখলেও সাহায্যের জন্য এগিয়ে আসেননি কেউই। রবিবার সকালে বেহালা রায়বাহাদুর রোডের ঘটনা।তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য খবর দেওয়া হয়েছিল স্বাস্থ্য দফতরে।

corona patient | newsfront.co
সংবাদ চিত্র

কিন্তু বহুক্ষণ অপেক্ষা করেও অ্যাম্বুল্যান্সের দেখা মেলেনি। দুপুরে শেষ পর্যন্ত এগিয়ে আসে বেহালা থানার পুলিশই। কিন্তু পিপিই ছাড়া জীবনের ঝুঁকি নিয়ে খালি হাতেই ওই বৃদ্ধকে গাড়িতে তুলে হাসপাতালে নিয়ে যায় পুলিশ। একদিকে স্বাস্থ্য দফতরের উদাসীনতা আর অন্যদিকে পুলিশের ঝুঁকির প্রবণতায় প্রশ্ন তুলেছেন অনেকেই।

আরও পড়ুনঃ ভার্চুয়াল শুনানির জন্য উন্নতমানের ১০টি ভিস্যুয়াল ক্যামেরা কিনছে হাইকোর্ট

যদিও অনেকে পুলিশের এমন ভূমিকার প্রশংসাও করেছেন। বেহালা থানার পুলিশই ওই অসুস্থ বৃদ্ধকে গাড়িতে তুলে এমআর বাঙুর হাসপাতালে ভর্তি করে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, ওই বৃদ্ধ এলাকারই একটি বাড়িতে ভাড়া ছিলেন। সম্প্রতি তিনি সেই ভাড়া বাড়ি ছেড়ে দেন। তার পরিচয় জানার চেষ্টা চলছে। তবে তার কোনও আত্মীয়স্বজনের খোঁজ মেলেনি।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here