নিউজফ্রন্ট, ওয়েব ডেস্কঃ
নগ্ন অবস্থায় ঠায় দাঁড়িয়ে রইলেন স্প্যানিশ তারকা ফুটবলার আন্দ্রে ইনিয়েস্তা! নাহ্। এমনটা মোটেই নয়। নগ্ন অবস্থায় ছিল ইনিয়েস্তার স্ট্যাচু। আর এই মূর্তি ঘিরেই যত কেলেঙ্কারি। পাথরের সেই ইনিয়েস্তার পরনে জামা, প্যান্ট কিছুই যে পরাননি ভাস্কর। নিজের সেই নগ্ন মূর্তি দেখে হতাশ হয়েছিলেন খোদ ইনিয়েস্তা।
তবে শেষমেশ স্প্যানিশ কিংবদন্তির মুখে হাসি ফুটল। প্যান্ট পরানো হল তাঁর মূর্তিতে। এবার ইনিয়েস্তা কৃতজ্ঞতা তো জানালেনই, পাশাপাশিই ‘ভুল শুধরে’ নেওয়ার জন্য ধন্যবাদও জানালেন।
📢 La inauguración de la estatua de @andresiniesta8 que iba a celebrarse el 10 de julio, décimo aniversario de la victoria de la Selección Española 🇪🇸🇪🇸 en el Mundial de Fútbol de Sudáfrica, se pospone al 2021, por la pandemia del Covid-19. pic.twitter.com/y7gyK8JZjI
— @ayuntamientoalbacete (@AytoAlbacete) June 16, 2020
টুইটারে ইনিয়েস্তার এমন ‘নগ্ন’ মূর্তির ছবি প্রকাশ হতেই মুহূর্তে সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। তারপর সেই ছবি ঘিরে বিস্তর হাসি মজাকি শুরু হয়। নিজের পোষাকহীন নিজের মূর্তির ছবি এক ঝলক দেখে রেগে লাল হয়ে যান স্বয়ং ইনিয়েস্তা।
Gracias por ponerme pantalones
😂😂😉😅 pic.twitter.com/pLJ8XJEz9C— Andrés Iniesta (@andresiniesta8) June 20, 2020
এদিকে, সোশ্যাল মিডিয়ায় ইনিয়েস্তার নগ্ন মূর্তির ছবিকে ঘিরে হাসিঠাট্টা শুরু হতেই বিষয়টি চোখে পড়ে উদ্যোক্তা সলিস আর্ট ফাউন্ডেশন এবং ভাস্কর হাভিয়ের মলিনারও। পরে মূর্তিটিতে প্যান্ট পড়ানো হলে কর্তৃপক্ষের তরফে পাথরের ইনিয়েস্তার প্যান্ট পরানো ছবিটি প্রকাশ করে বলা হয়, ওই স্ট্যাচু নির্মাণের কাজ প্রাথমিক পর্যায়ে ছিল বলেই কোনও পোশাক পরানো হয়নি।
আরও পড়ুনঃ পিতৃদিবসে বাবাদের সাথে শচীন হার্দিক রবি
এই বছরের ১০ জুলাই স্পেনের একমাত্র বিশ্বকাপ জয়ের দশ বছর পূর্ণ হতে চলল। নেদারল্যান্ডসের বিপক্ষে ফাইনাল ম্যাচে অতিরিক্ত সময়ে স্প্যানিশদের বিশ্বকাপ জেতানো একমাত্র গোলটি করেছিলেন এই কিংবদন্তি মিডফিল্ডার। ইনিয়েস্তার সেই গোল করার স্মরণীয় মুহূর্ত ‘চিরস্মরণীয়’ করে রাখতেই ইনিয়েস্তার শহর আল্বাসেতে এই ভাস্কর্যটি নির্মিত হয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584