শ্যামল রায়, কাটোয়াঃ
কাটোয়া পুর এলাকার এবং তৎসংলগ্ন এলাকার বাসিন্দাদের দাবি ছিল কাটোয়া মহকুমার সংস্কৃতিপ্রেমী মানুষের জন্য পুরসভা পরিচালিত সংহতি মঞ্চ সংস্কার করা হোক। এই দাবির প্রতি সমর্থন জানিয়ে কাটোয়া পুরসভার চেয়ারপার্সন এবং স্থানীয় বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় সংস্কৃতি মঞ্চটি সংস্কারের জন্য রাজ্য সরকারের তরফ থেকে এক কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। রবীন্দ্রনাথ বাবু জানিয়েছেন যে, এই সংস্কৃত মঞ্চটি শীততাপ নিয়ন্ত্রিত হবে। কয়েকদিনের মধ্যেই কাজ শুরু হয়ে যাবে।
সংহতি সংস্কৃতিমঞ্চ দীর্ঘদিন ধরেই পরিতক্ত্য বাড়ির মত অবস্থায় পড়েছিল তাই অনেকের ক্ষেত্রেই যেকোনো ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান করার ক্ষেত্রে সমস্যা তৈরি হতো শীততাপ নিয়ন্ত্রিত হলে এবং সংস্কার হলে সেই সমস্যা দূর হয়ে যাবে বলে মনে করছেন সংস্কৃতিপ্রেমী মানুষজনরা।
আরও পড়ুনঃ শোভাযাত্রা সাংস্কৃতিক অনুষ্ঠানে উৎসবের আবাহন মাদারিহাটে
সংস্কারের কাজ শুরু হবে জানতে পেরে শহরের সংস্কৃতিপ্রেমী মানুষদের মধ্যে প্রবল উৎসাহ উদ্দীপনা দেখা গিয়েছে। এই ধরনের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন কাটোয়া বইমেলা কমিটির যুগ্ম সম্পাদক চন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ও তুষার পণ্ডিত সহ অনেকে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584