নিজস্ব সংবাদদাতা, দক্ষিণ দিনাজপুরঃ
সদ্যজাত সারমেয় ও আবাসন চত্বরে আবাসিকদের দেওয়া খাবার খেয়ে প্রাণ ধারন করা সারমেয়দের ফর্বো ভাইরাস থেকে মুক্ত রাখতে ইনজেকশন প্রদান কর্মসূচি পালন করল বালুরঘাট থানার পুলিশ আবাসনের বাসিন্দারা।
আজ দুপুরে বালুরঘাট পুলিশ আবাসন চত্বরের বাসিন্দারা রীতিমত পশু চিকিৎসকদের নিয়ে এসে তাদের আবাসন কেন্দ্রে থাকা সদ্য জন্ম নেওয়া সারমেয় বাচ্চা গুলিকে একত্রিত করে ভ্যাকসিন প্রদান কেন্দ্রে নিয়ে আসে।
তাদের ভ্যাকসিন প্রদান করার পর তাদের মা কুকুর ও চত্বরে থাকা অন্য সারমেয়দের এনে তাদের এই ছোঁয়াচে ভাইরাস থেকে বাঁচিয়ে রাখতে ইনজেকশন প্রদান করা হয়।
আরও পড়ুনঃ দেশের মধ্যে প্রথম করোনামুক্ত রাজ্য অরুণাচল প্রদেশ
পশুপ্রেমী ওই আবাসনের বাসিন্দাদের দাবি, পৃথিবী সবার জন্য। সবাইকে নিয়ে বাঁচার যে আনন্দ তা সব থেকে আলাদা। যা আমরা করোনার মত অতিমারির সময় ভালমত বুঝতে পেরেছি। সেদিকে লক্ষ্য রেখেই আজ আমরা নিজেদের পাশাপাশি এদের নিয়ে বেঁচে থাকার আনন্দ উপভোগ করতে এই আবাসন চত্বরে টিকাকরন কর্মসূচির আয়োজন করেছি বলে তারা জানান।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584