নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ
স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা উপলক্ষে মঙ্গলবার চলছিল চূড়ান্ত পর্যায়ের প্রস্তুতি। সেই চূড়ান্ত পর্যায়ের প্রস্তুতিতে অনুশীলন করতে গিয়ে গুরুতর আহত হলেন এক স্কুল পড়ুয়া। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দুপুর নাগাদ জটেশ্বর উচ্চ বিদ্যালয়ে। আহত ওই ছাত্রের নাম দেবাশীষ বর্মন।
জানা গিয়েছে, মঙ্গলবার জটেশ্বর উচ্চবিদ্যালয়ের মাঠে ক্রীড়া প্রতিযোগীতার জন্য হাইজাম্প ইভেন্টে অংশ নেয় দেবাশীষ। হাইজাম্প দেওয়ার পরেই মাটিতে পরে গিয়ে মাথায় ও ঘাড়ে আঘাত পায় দেবাশীষ। সঙ্গে সঙ্গেই তাকে নিয়ে যাওয়া হয় বীরপাড়া স্টেট জেনারেল হাসপাতালে।
সেখানে নিয়ে যাওয়ার পর সেখানকার চিকিৎসকরা তাকে জলপাইগুড়ি সদর হাসপাতালে স্থানান্তরিত করে। ক্রীড়া প্রতিযোগীতার চূড়ান্ত পর্যায়ের প্রস্তুতিতে অংশ নিয়ে আহত হওয়ার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ওই স্কুলে। যদিও ঘটনার পরে স্কুলের তরফে সমস্ত প্রস্তুতি অনুশীলন বাতিল করা হয়েছে।
এই বিষয়ে স্কুলের ক্রীড়া শিক্ষক নরোত্তম সাহা জানান, “হাইজাম্প ইভেন্টে অংশ নিয়ে অনুশীলনের সময় মাটিতে পড়ে যায় ওই পড়ুয়া। তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584