হরষিত সিংহ,মালদহঃ
পাচারকারী ও সীমান্ত বাহিনীর জওয়ানদের সংঘর্ষে শূণ্য পাম্প অ্যাক্সেন গান থেকে ছোঁড়া গুলিতে গুরুতর জখম হল শিশু মহিলা সহ পাঁচ জন।ফেনসিডিল পাচারে বাধা দেওয়াই দুই পক্ষের সংঘর্ষ বাধে। পাচারকারীদের ছোঁড়া ইট পাটকেলের ঘায়ে জখম হয়েছেন সীমান্ত বাহিনীর বেশ কয়েকজন জওয়ান। সোমবার গভীর রাতে মালদহ জেলার ভারত-বাংলাদেশ সীমান্তের শোভাপুর বিওপি এলাকার পার বৈদ্যনাথপুর গ্রামে ঘটনাটি ঘটে। পাচারকারীদের ফেলে যাওয়া ফেনসিডিল উদ্ধার করে জওয়ানেরা।ঘটনায় জখম গ্রামবাসিদের পরিবার ও সীমান্ত বাহিনীর জওয়ানেরা বৈষ্ণবনগর থানায় অভিযোগ দায়ের করলে তদন্তে নামে পুলিশ।পুলিশ সূত্রে জানা গিয়েছে,জখম হয়েছে সামিম সেখ,মাসুম শেখ,আলি হোসেন,সেরিনা বিবি ওতোহিন হোসেন। প্রত্যকের বাড়ি বৈষ্ণবনগর থানার পারদেওয়নাপুর শোভাপুর পঞ্চায়েতের সীমান্তবর্তী পার বৈদ্যনাথপুর গ্রামে। জখমদের মধ্যে সামিম শেখ চোখে গুরুতর আঘাত পেয়ে মালদা মেডিকেলে চিকিৎসাধীন।বাকী চার জন বেদরাবাদ গ্রামীন হাসপাতালে ভর্তি রয়েছে।ওই এলাকায় শোভাপুর বিওপিতে মোতায়েন রয়েছে ভারতীয় সীমান্ত বাহিনীর ৩৬ নম্বর ব্যাটেলিয়ান। প্রতিদিনের মত সোমবার রাতেও সীমান্তে পহারা দিচ্ছিল জওয়ানেরা।অভিযোগ সেই সময় বেশ কিছু পাচারকারী ফেনসিডিল পাচারের চেষ্টা করে। জওয়ানেরা বাধা দিতে গেলে তাদের লক্ষ্য করে ইঁট পাটকেল ছুড়তে থাকে পাচারকারীরা।
জওয়ানদের দাবী,পাচারকারীদের ছোঁড়া ইটের ঘায়ে জখম হয় তিন জওয়ান।পরে জওয়ানরা তাদের ধাওয়া করলে পাচারকারীরা পার বৈদ্যনাথপুর গ্রামে পালিয়ে গা ঢাকা দেয়। জওয়ানেরা গ্রামে গিয়ে শুরু করে তল্লাশি। অভিযোগ সেই সময় পাচারকারী সন্দেহে এক নিরিহ গ্রামবাসীকে তুলে নিয়ে আসার চেষ্টা করে।বাধা দেয় গ্রামের বাসিন্দারা। শুরু হয় দুই পক্ষের বিবাদ। অভিযোগ সেই সময় গ্রামবাসিদের ছত্রভঙ্গ করতে পাম্প অ্যাক্সেন গান থেকে শূণ্য গুলি ছোড়ে জওয়ানেরা। শূণ্য ছোড়া গুলির ছিটা লেগে জখম হয় গ্রামের বাসিন্দারা।স্থানীয়রা জখমদের উদ্ধার করে স্থানীয় বেদরাবাদ হাসপাতালে ভর্তি করায়।ঘটনায় এদিন তীব্র আতঙ্ক ছড়ায় গ্রামবাসীদের মধ্যে। তবে এদিন কোন পাচারকারীকে আটক করতে পারেনি জওয়ানেরা।সীমান্ত এলাকায় তল্লাশি চালিয়ে পাচারকারীদের ফেলে যাওয়া ফেনসিডিল উদ্ধার করে জওয়ানেরা।মঙ্গলবার বৈষ্ণবনগর থানার হাতে উদ্ধার ফেনসিডিল গুলি তুলে দেয়।সীমান্ত বাহিনীর পক্ষ থেকে একটি অভিযোগ দায়ের করা হয়। অপরদিকে জখম গ্রামবাসীদের পরিবারের পক্ষ থেকেও একটি অভিযোগ দায়ের করা হয়।দুই পক্ষের অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমেছে পুলিশ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584