নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
মাধ্যমিক পরীক্ষা দিতে যাওয়ার সময় বাইক থেকে পড়ে আহত হলো এক মাধ্যমিক পরীক্ষার্থী। ঘটনা পশ্চিম মেদিনীপুরের বেলদা থানার খাকুড়দাতে।
ঘটনায় জানা যায় উক্ত থানা এলাকার দাঁতন ২ নম্বর ব্লকের ললাট গঙ্গাধর পাঠশালা হাই স্কুলের এবারের মাধ্যমিকের ছাত্রী প্রীতি জানা বাইকে করে খাকুড়দাতে পরীক্ষা দিতে আসার সময় দাঁতন দু’নম্বর ব্লক অফিস পেরিয়ে খাকুড়দা মুখী রাস্তার উপর অবস্থিত একটি ব্রিজ পেরোনোর সময় আচমকা বাইক থেকে পড়ে যায়।
স্থানীয়রা দেখতে পেয়ে তাদের উদ্ধার করে। ঘটনার কিছুটা দূরে খাকুরদা বাজারের উপরে পরীক্ষা সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য পুলিশ মোতায়েন ছিল পরীক্ষার প্রথম দিন থেকে।
তারা খবর পেয়ে ছাত্রীটিকে উদ্ধার করে বেলদা গ্রামীণ হসপিটালে পাঠায়। ওখানে প্রাথমিক চিকিৎসার পর স্যালাইন হাতে লাগিয়ে এবারের মাধ্যমিক পরীক্ষা শেষ দিনের পরীক্ষা দিল প্রীতি।
আরও পড়ুনঃ মানবিক মুখ পুলিশের
প্রীতির বাবা গৌর বিনোদ জানান -রাত জেগে পরীক্ষা প্রস্তুতি নেওয়ার জন্য হয়তো কোন কারনে অ্যাসিড হয়ে যেতে পারে।
এর ফলে পরীক্ষা দিতে আসার সময় খাকুড়দা ঢোকার মুখে ব্রিজের কাছে বাইক থেকে ও মাথা ঘুরিয়ে পড়ে যায়। স্থানীয় পুলিশ প্রশাসন ও এলাকাবাসীদের সহযোগিতায় তাকে বেলদা গ্রামীণ হসপিটালে ভর্তি করা হয়েছে। বর্তমানে আজ ও হসপিটাল থেকে পরীক্ষা দিল ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584