বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু দাদুর,আহত নাতি

0
55

পিয়া গুপ্তা,উত্তর দিনাজপুরঃ

dead one by shocked 3
মৃত গুলেশ্বর সিং। নিজস্ব চিত্র

বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মৃত্যু হল দাদুর আহত নাতি।এই ঘটনার জেরে এলাকায় চাঞ্চল্য ছড়ায়।ঘটনাটি ঘটেছে বুধবার,উত্তর দিনাজপুর জেলার করনদিঘি থানার তিতপুকুর গ্রামে।মৃত দাদুর নাম গুলেশ্বর সিংহ (৫৬),আহত নাতি সঞ্জিৎ সিংহ (২৫) করনদিঘি গ্রামীম হাসপাতালে চিকিৎসা ধীন ।

dead one by shocked
সবুজ (আত্মীয়)। নিজস্ব চিত্র

করণদিঘী থানার তিতপুকুর বিদ্যুৎ নতুন পাওয়ার ষ্টেশন তৈরি হচ্ছে বেশ কিছুদিন ধরে। নতুন বিদ্যুৎ খুঁটি পুঁতে ৩৩ হাজার ভোল্টের তার লাগানো কাজ শুরু করে বিদ্যুৎ দপ্তর কর্মীরা। বাঁশ ঝাড় উপর দিয়ে বিদ্যুৎ তার লাগানো নিয়ে অসুবিধা হয়।সেই সময় বিদ্যুৎ দপ্তর কর্মীরা বাঁশ ঝাড় থেকে বেশ কিছু বাঁশ কেটে নিজেদের কাজ শুরু করে।বিদ্যুৎ তার সাথে লেগে থাকে বিদ্যুৎ কাজে নিযুক্ত কর্মীদের সেই বাঁশ ঝাড় থেকে বিদ্যুৎ কর্মীরা জানান খুঁটিতে তার লাগানো হচ্ছে ফলে ৩ দিন বিদ্যুৎ সংযোগ করা হবে না।সেই কারনে বাঁশ মালিক তাদের কথা শুনে বুধবার সকালে সেই বাঁশ বিদ্যুৎ তার থেকে সরাতে গেলেই বিপত্তি ঘটে।গুলেশ্বর সিংহ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায়।তাকে বাঁচাতে নাতি সঞ্জিৎ সিংহ বিদ্যুৎস্পৃষ্ট হয়।

dead one by shocked 2
আহত সঞ্জিৎ সিং। নিজস্ব চিত্র

এলাকাবাসীরা তরিঘড়ি দুইজনকে করনদিঘি গ্রামীন হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক গুলেশ্বর সিংহকে মৃত বলে ঘোষনা করেন।বিষয়টি জানাজানি হতেই এলাকার লোকেরা ক্ষোভে ফেটে পড়ে।এরপর এলাকাবাসিরা ৩৪ নং জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায়,বিদ্যুৎ দপ্তরের গাফিলতির বিরুদ্ধে।ঘটনার খবর পেয়ে ছুটে আসে করনদিঘির থানার পুলিশ।পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয় এবং অবরোধ তুলে নেয় গ্রামবাসীরা।পুলিশ ঘটনার তদন্তে নেমেছে।

আরও পড়ুনঃ বৈঠকের আগেই গুরুতর জখম মেয়র

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here